এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনা বাড়িয়ে মুখ্যসচিবের দিল্লি যাওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা

জল্পনা বাড়িয়ে মুখ্যসচিবের দিল্লি যাওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল সোমবার সকাল দশটার মধ্যে দিল্লির নর্থ ব্লকে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার রাতে তাঁকে এই নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্য সরকারকে জানানো হয়েছে, দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিতে। কেন্দ্রের এই নির্দেশ পাওয়ার পরেই কেন্দ্র-রাজ্য বিরোধ তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী তাঁকে কিছুতেই ছেড়ে দিতে রাজি নন। তাই আগামীকাল তাঁর দিল্লি যাওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, আগামীকাল নবান্নে প্রধান সচিবদের নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তাই আগামীকাল হয়তো তাঁর দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, মুখ্য সচিবের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে রাস্তায় নেমেছে কেন্দ্র। চিঠি প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি। রাজ্যের করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে মুখ্যসচিবকে কাজ করতে দেবার আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মুখ্যসচিবের হঠাৎ বদলির মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এ প্রসঙ্গে জানিয়েছেন যে, স্বাধীনতার পর থেকে এমন কখনোই ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জয় ও নরেন্দ্র মোদী, অমিত শাহকে বাংলার মানুষের অপদস্থ করা সহ্য করতে না পেরে কেন্দ্র এ সমস্ত করছে। তবে এ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন যে, আইএএস অফিসাররা হলেন ভারত সরকারের কর্মচারী। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো অফিসারকে এখন কেন্দ্র সরকারের প্রয়োজন আছে। এই কারণেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!