এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তের মাথায় হাত, বাড়ল রান্নার গ্যাসের দাম

নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তের মাথায় হাত, বাড়ল রান্নার গ্যাসের দাম


আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিগুলো। যে কারণে প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। ফলে বদলে যায় ভর্তুকির পরিমাণ। এ মাসের প্রথমেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বছর শেষে তা ফের বাড়লো। এখন কলকাতায় ভর্তুকিবিহীন গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে 747 টাকা। এর আগে ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে 19 টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম পৌঁছেছিল 725 টাকা 50 পয়সাতে। গত মাসেও একইভাবে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে মোট চার মাসে 124 টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের।

বছরের শুরুতেই রান্নাঘরে আগুন লাগল। বাড়লো গ্যাসের দাম। ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়লো প্রায় 19 টাকা। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়াল 33 টাকা। বুধবার থেকেই এই নব-নির্ধারিত বাড়তি দাম দিয়ে বাজার থেকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। এই নিয়ে লাগাতার চার মাস ধরে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। দিল্লিতে যেখানে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের জন্য দাম দিতে হয় 714 টাকা, সেখানে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 747 টাকা। অন্যদিকে, একই পরিমাণ গ্যাস সিলিন্ডারের দাম মুম্বইতে হয়েছে 684 টাকা 50 পয়সা ও চেন্নাইতে 734 টাকা। 19 কিলোগ্রাম সিলিন্ডারের দাম দিল্লীতে 1241 টাকা, সেখানে কলকাতায় 1308 টাকা। মুম্বাইতে দাম দিতে হবে 1190 টাকা ও চেন্নাইতে দাম হয়েছে 1363 টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ডিসেম্বর মাসে দিল্লিতে 14.2 কিলোগ্রাম ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ছিল 695 টাকা, কলকাতায় সেখানে ছিলো 725 টাকা। অন্যদিকে মুম্বাইয়ে ও চেন্নাইয়ে যথাক্রমে দাম ছিল 665 ও 714 টাকা। গত বছরের শুরুতে অর্থাৎ 2019 এর শুরুতে মোদি সরকার এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়ে দিয়েছিল। ফলে সাধারণ মানুষ যথেষ্টই খুশি হয়েছিল। সেই সময় ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছিল প্রায় 120.50 পয়সা।কেন্দ্রের মোদি সরকার বছরে 14.2 কেজি ওজনের বারটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয়।

ভর্তুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক, তবে পরে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক একাউন্টে চলে যায়। 12 টির বেশি গ্যাস সিলিন্ডার যদি গ্রাহককে কিনতে হয় তাহলে তা বাজারমূল্যে কিনতে হয়। এবার সেই ভর্তুকির রান্নার গ্যাসের দাম বেড়ে গেল। সবজি, মাছ, মাংসের দাম বাড়ছে হু হু করে। ঊর্ধ্বমুখী দামের জেরে মধ্যবিত্তের মাথায় হাত। এই পরিস্থিতির মাঝেই ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। বছরের প্রথম দিন থেকেই কার্যকর হতে চলেছে নতুন দাম। যা নিয়ে কার্যত চিন্তিত জনগণ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!