এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার জনতা জনার্দনের কাছে ঋণ চাইলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, জোর শোরগোল

এবার জনতা জনার্দনের কাছে ঋণ চাইলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, জোর শোরগোল

 

“ভিক্ষে নয় চাইছি দিন, আমাদেরকে ভোট দিন” কালের নিয়মে এতদিন বিভিন্ন রাজনৈতিক দল তাদের দেওয়াল লিখনকে আকর্ষণীয় করতে এই সমস্ত স্লোগান দেওয়ালে লিখত। তবে এতদিন তা দেওয়ালের সীমাবদ্ধ থাকলেও এবার সাধারণ মানুষের সমর্থন পেতে সরাসরি সেই জনসাধারণের কাছে ঋণ চেয়ে বসলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কেন এবং কি ইস্যুতে সাধারণের কাছে ঋণ চাইলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী!

সূত্রের খবর, বৃহস্পতিবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের হয়ে প্রচারে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জ বিধানসভার তরঙ্গপুরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের পরিবহনমন্ত্রী তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য সহ অন্যান্যরা।

আর এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীকে যাতে জিতিয়ে একবারটি তাদের সুযোগ দেওয়া হয়, তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভিক্ষে নয়, ঋণ হিসেবে দেড় বছরের জন্য তৃণমূল বিধায়ক দিন প্রার্থী তপন দেব সিংহকে। কালিয়াগঞ্জের মানুষকে কাজের মাধ্যমে সুদ সমেত তা ফিরিয়ে দেব।” বিশ্লেষকরা বলছেন, এতদিন এই কালিয়াগঞ্জ বিধানসভা কংগ্রেসের দখলে ছিল। সম্প্রতি লোকসভায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি জেতায় গেরুয়া শিবিরের উত্থান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই এই পরিস্থিতিতে একবারটি সাধারণ মানুষের কাছে সুযোগ চেয়ে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মন্ত্রী বলেন, “তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা দেখিয়ে দেব, কিভাবে উন্নয়ন করতে হয়। এই উপনির্বাচনে বিধায়ক হয়ে প্রার্থী তপন দেব সিংহ যদি কাজ করতে না পারে এবং আমরা যদি কাজ করতে না পারি, তাহলে দেড় বছর পর রাজ্যের বিধানসভা ভোটে আবার আপনারা পরিবর্তন করে দেবেন।

শুধু একবার এই উপনির্বাচনে আমাদের তৃণমূল প্রার্থীকে সুযোগ দিন।” বিশেষজ্ঞরা বলছেন, যেন-তেন প্রকারেণ আগামী বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনে জয়যুক্ত করাই তৃণমূলের কাছে এখন প্রেস্টিজ ফাইট। কেননা এই উপনির্বাচনে জয়লাভ করে একদিকে তারা যেমন বিজেপিকে বার্তা দিতে চাইছে, ঠিক তেমনই আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি অনেকটাই বৃদ্ধি করে নিতে চাইছে।

আর তাইতো কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তাদের প্রার্থীকে জয়যুক্ত করার করুন আবেদন জানাতে দেখা গেল তৃণমূলের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু রাজীববাবু সাধারণ মানুষের কাছে ঋণ চাইলেও এবং সুদ সমেত তা ফেরত দেওয়ার কথা দিলেও, শেষ পর্যন্ত জনসাধারণ সেই ঋণ মন্ত্রীমহোদয়কে দেন কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!