এখন পড়ছেন
হোম > রাজ্য > নয়া ঘোষণার অপেক্ষা, রাত পোহালেই করোনা রুখতে বড় সিদ্ধান্ত রাজ্যের!

নয়া ঘোষণার অপেক্ষা, রাত পোহালেই করোনা রুখতে বড় সিদ্ধান্ত রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে বেশ কিছু বিধিনিষেধ লাগু করেছে রাজ্য সরকার। আগামী 15 জুন পর্যন্ত এই সমস্ত বিধি নিষেধ বহাল থাকবে বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। কিন্তু বর্তমানে একদিকে ভ্যাকসিন এবং অন্যদিকে এই সমস্ত বিধিনিষেধের কারণে দিনকে দিন নামতে শুরু করেছে করোনা ভাইরাসের গ্রাফ। আর এই পরিস্থিতিতে বিধি-নিষেধের সময়সীমা 15 জুন পর্যন্ত থাকায় তারপরে করোনা ভাইরাস আটকাতে কি পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার, এখন তা নিয়েই রীতিমত জল্পনা শুরু হয়েছে নানা মহলে।

তবে 15 জুন পর্যন্ত অপেক্ষা নয়, আগামী দিনে এই বিধিনিষেধের ব্যাপারে রাজ্য কি সিদ্ধান্ত নিতে চলেছে এবং রাজ্যকে সচল রাখা হবে, নাকি করোনা আটকাতে আরও বেশ কিছু নিয়ম জারি করা হবে, তা নিয়ে আগামীকাল অর্থাৎ সোমবার নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে নবান্ন। যাকে কেন্দ্র করে আশা এবং আশঙ্কা ক্রমশ দানা বাধতে শুরু করেছে।

অনেকে বলছেন, যেহেতু বিধিনিষেধ করার কারণে অনেকটা সুফল পেয়েছে রাজ্য, তাই আরও কিছুদিন তা বাড়ানো হতে পারে। আবার অনেকে বলছেন, অর্থনৈতিক মেরুদণ্ড দিনকে দিন ভেঙে পড়তে শুরু করেছে। তাই সাধারণ গরিব মানুষের কথা চিন্তা করে ধীরে ধীরে রাজ্য সচল করার কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন সহ করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের পর বিধি-নিষেধ না থাকার কারণে হু হু করে বাড়তে শুরু করেছিল করোনা ভাইরাস। ভারতবর্ষের পাশাপাশি বাংলাতেও তার প্রভাব পড়েছিল। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানপাট বন্ধ রাখার ঘোষণা করেন তিনি। আর এরপরই তার সুফল পেতে শুরু করে রাজ্যবাসী।

দেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন নিচের দিকে নামতে শুরু করে, ঠিক তেমনই সফলতার সঙ্গে করোনা ভাইরাসকে দূরীভূত করার জন্য এগিয়ে যেতে শুরু করে রাজ্য সরকার। তবে 15 জুন পর্যন্ত এই সমস্ত বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। তারপরে কি হবে, কি সিদ্ধান্ত নেবে রাজ্য, সেটাই সকলের কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, আগামীকাল সোমবার এই ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্যের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, 15 জুন পর্যন্ত বিধিনিষেধ জারি করলেও, মাঝে বণিক সভাকে নিয়ে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দোকানপাট খোলার সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। যার ফলে অনেকটাই লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। আর বর্তমানে যখন রাজ্য ধীরে ধীরে করোনা ভাইরাসের করালগ্রাস কাটিয়ে উঠতে শুরু করেছে, তখন 15 জুন এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরও বেশকিছু দিক থেকে রাজ্যকে সচল করার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

তবে সম্পূর্ণরূপে এই বিধিনিষেধ তুলে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। কেননা বর্তমান পরিস্থিতিতে আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই সেক্ষেত্রে যদি সম্পূর্ণরূপে রাজ্যকে সচল করে দেওয়া হয়, তাহলে ভয়াবহ ভাবে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে একদিকে অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, তার ব্যবস্থা করা এবং অন্যদিকে করোনা ভাইরাস যাতে না বৃদ্ধি পায়, তার জন্য কৌশলী পদক্ষেপ গ্রহণ করতে পারে রাজ্য সরকার।

স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপকে কেন্দ্র করে এখন নানা মহলে আশা এবং আশঙ্কা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। সব মিলিয়ে করোনা ভাইরাসকে আটকাতে একই বিধি-নিষেধ বহাল থাকে, নাকি তাকে শিথিল করে অর্থনৈতিক মেরুদণ্ড চাঙ্গা করে রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!