এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলায় সিবিআইয়ের হলফনামা পেশ হাইকোর্টে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ

নারদ মামলায় সিবিআইয়ের হলফনামা পেশ হাইকোর্টে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্য সরকারের হলফনামা পেশ করা হয়েছে হাইকোর্টে। এরপর গতকাল শুক্রবার নারদ মামলায় হলফনামা পেশ করল সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইন মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে সেখানে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমকি ও প্রভাব খাটানোর অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, নিজাম প্যালেসের ভেতরে গিয়ে নারদ কান্ডে গ্রেপ্তার করা নেতা-মন্ত্রীদের আদালতে নিয়ে যেতে বাধা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সংবাদ মাধ্যম থেকে নথি সংগ্রহ করে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করা হয়েছে। তবে, এ প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, আইনজীবী হিসেবে সেদিন আদালতে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমেই তিনি শুধুমাত্র গ্রেপ্তারের বিরোধিতা করেছেন। আইনজীবী হিসেবে যা তাঁর অধিকারে আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শুক্রবার সিবিআই এর ডিএসপি সত্যেন্দ্র কুমার আদালতে হলফনামা পেশ করেছেন। যে হলফনামায় জানানো হয়েছে, গত ১৭ ই মে ৬ ঘন্টা নিজাম প্যালেসের ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার করা নেতা-মন্ত্রীদের আদালতে নিয়ে যেতে বাধা দিয়েছিলেন তিনি। তিনি সেদিন কী করেছিলেন? তার সমস্ত বিবরণ রয়েছে হলফনামায়। যেখানে জানানো হয়েছে, নারদ কান্ডে অভিযুক্তদের গ্রেফতার করে তাঁদের ১৫ তলার একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সকাল ১০ টা বেজে ৫০ মিনিটে এসেছিলেন নিজাম প্যালেসে। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি করেছিলেন তিনি। অথবা তাঁকেও গ্রেপ্তার করা হোক, এরকম দাবি করেছিলেন তিনি। সিবিআই অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী সেদিন অভিযুক্তদের আদালতে নিয়ে যেতেও বাধা দিয়েছিলেন।

এরপর হাইকোর্টে গিয়েছিল সিবিআই। সিবিআই এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সেদিন নিজাম প্যালেস এর মূল ফটকে অনেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁরা পেছনের ফটকেও উপস্থিত হতে পারেন, এমন একটা সম্ভাবনা ছিল। এ কারণে নারদ কান্ডে অভিযুক্তদের আদালতে নিয়ে যেতে পারেনি সিবিআই। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিবিআই এর হলফনামায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখা হলেও, মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে গিয়েছেন, এটুকুই শুধু সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গেছে। তৃণমূলের প্রশ্ন, নিজাম প্যালেসের ভেতরে যদি মুখ্যমন্ত্রী কোন অন্যায় আচরণ করে থাকেন, তবে তার প্রমাণ কেন দেখাতে পারেনি সিবিআই? মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিয়েছিলেন বিক্ষোভে, তার প্রমাণ কেন দেখাতে পারেনি সিবিআই? আবার, নারদ কাণ্ডে চার অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন যে, চারজনকে নিজাম প্যালেসে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআইয়ের মেমোতে দেখানো হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!