এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারে থেকে মহা ধুমধামে রাখিবন্ধন উৎসব করার সুযোগ তৃণমূল আর তিন বছরই পাবে: জয় ব্যানার্জি

সরকারে থেকে মহা ধুমধামে রাখিবন্ধন উৎসব করার সুযোগ তৃণমূল আর তিন বছরই পাবে: জয় ব্যানার্জি


গতকাল বিজেপির হাওড়া জেলা গ্রামীনের উদ্যোগে কৈজুরী হাইস্কুলের কাছে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়, পিএটিইউসি-এর রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী ও বিজেপির হাওড়া জেলা গ্রামীনের সভাপতি অনুপম মল্লিক।

স্বাভাবিকভাবেই দিলীপবাবু ও জয়বাবুকে রাখি পরিয়ে দেওয়ার জন্য রীতিমত হুড়োহুড়ি পরে যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। রাখীবন্ধনের পরে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার জয় বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র আক্রমন করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তবে এদিন তাঁর কটাক্ষের হাত থেকে রক্ষা পায় নি বামদল সিপিএমও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন, জয় ব্যানার্জি বলেন, বিজেপি ভারতীয় পরম্পরা মেনে চলে। আর তাই ভারতীয় পরম্পরা মেনে রাখিবন্ধন, রামনবমী, দীপাবলি – এই সকল অনুষ্ঠান শ্রদ্ধা সহকারে পালন করে। তবে এটা শুধু আজকের ব্যাপার না – বিজেপি এই পরম্পরা জন্মক্ষণ থেকেই মেনে চলে।

এরপরেই তিনি তীব্র কটাক্ষ করেন সিপিএমকে। তিনি বলেন, এইবার সিপিএমও মাঠে নেমে গেছে রাখিবন্ধন অনুষ্ঠানে! যারা ধর্ম কোনোদিন মানত না, নিজেদের নাস্তিক বলে দাবি করত আর দু-একজন বিদেশির ফটো নিয়ে পুজো করত – এমনকি বাবা-মার শ্রাদ্ধ পর্যন্ত করত না – সেইসব সিপিএমের বন্ধুরা এখন ক্ষমতা হারিয়ে রাখিবন্ধন অনুষ্ঠান করছে!

এরপরেই জয় বন্দ্যোপাধ্যায়ের আক্রমনের অভিমুখে পরে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, আর তৃণমূল ভাইরা যদিও রাখিবন্ধন অনুষ্ঠান আগে করতেন কিন্তু এইবার খুব মহা সমারোহে করছেন! কেননা তাঁদের যাওয়ার সময় হয়ে গেছে! তবে ১৮-১৯-২০ এই তিন বছরই ওরা করার সুযোগ পাবে, ২১ সালেও তৃণমূল রাখিবন্ধন অনুষ্ঠান করবে কিন্তু বিরোধী পক্ষে বসে করবে সরকার পক্ষে নয়।

https://www.youtube.com/watch?v=siUWP-dKsjE

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!