এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্ধেক খরচ রাজ্যের, পড়ুয়াদের জন্য খুশির খবর মমতার ! জেনে নিন!

অর্ধেক খরচ রাজ্যের, পড়ুয়াদের জন্য খুশির খবর মমতার ! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যুদ্ধের কারণে ইউক্রেনে থাকা পড়ুয়াদের ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে আজ ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে একটি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিস্তারিত আলোচনা করার পর বড় ঘোষণা করেন তিনি।

যেখানে প্রথম বর্ষের পড়ুয়ারা সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এক্ষেত্রে তাদের পড়াশোনার অর্ধেক খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

যেখানে তিনি বলেন, “প্রথম বর্ষের পড়ুয়ারা নতুন করে সরকারি, বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে পড়ুয়াদের 50 শতাংশ খরচ বহন করবে রাজ্য সরকার।” বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন থেকে আসা পড়ুয়াদের ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে পড়ুয়াদের মনে যথেষ্ট খুশির আবহ তৈরি হলো বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!