এখন পড়ছেন
হোম > অন্যান্য > কালোটাকা নিয়ে মোদীর সার্জিক্যাল স্ট্রাইক অব্যাহত! গোপন টাকার আরও গোপন তথ্য দিল সুইস ব্যাঙ্ক!

কালোটাকা নিয়ে মোদীর সার্জিক্যাল স্ট্রাইক অব্যাহত! গোপন টাকার আরও গোপন তথ্য দিল সুইস ব্যাঙ্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিদেশে সুইস ব্যাংকে কালো টাকা রাখা নিয়ে জলঘোলা হয়েছে অনেকদিন। বস্তুত, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে কালো টাকা সামনে আনার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলেই ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। তবে সরকার কালো টাকা উদ্ধার করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেনি বলে বিরোধীরা অভিযোগ করলেও হাল ছাড়েননি প্রধানমন্ত্রী। সম্প্রতি সেই কথা মত সুইস ব্যাংক থেক তথ্য আনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। আর যার ফলে দেশে নিয়মিত তথ্যও আসছে বলেও জানা গেছে।

সুইস ব্যাংকে কারা টাকা রাখছেন বা সরকারকে কর ফাঁকি দেওয়ার জন্য কত টাকা জমানো হচ্ছে, সেই সংক্রান্ত তদন্তে সম্প্রতি দ্বিতীয় দফার সুইজারল্যান্ডের ব্যাংক কেন্দ্রকে তথ্য পাঠিয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভারত সরকারের কাছে দ্বিতীয় দফার এই তথ্য এসে গেছে। আর সেই নিয়ে এবার লড়াই শুরু হবে বলেই মনে করা হচ্ছে। যদিও ওই তালিকায় কতজনের নাম রয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য কেন্দ্রের তরফে পাওয়া যায়নি, তবুও তাদের বিরুদ্ধে যে জটিল সিদ্ধান্ত নেওয়া হবে, সেকথা বলাই বাহুল্য। কারণ আপাতত এই তথ্যই যে কালো টাকার বিরুদ্ধের কেন্দ্রের লড়াইয়ের মূল হাতিয়ার, সেকথা আলাদা করে বলে দিতে হয় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিশ্বের ৮৬টি দেশের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সেই দেশের সরকারকে সুইস ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে বলে জানা গেছে। আর এখানেই ভারতের নাম উঠে এসেছে। সেক্ষেত্রে কোন কোন দেশের নাগরিক ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, সেই সম্পর্কে সুইজারল্যান্ড ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন তথ্য দিয়েছে। এদিন সুইজারল্যান্ড ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের নীতি মেনে এই বছর ৩১ লক্ষ অ্যাকাউন্টের তথ্য তাঁরা প্রকাশ করেছেন। আর যেহেতু এই ৮৬টি দেশের তালিকায় ভারতেরও নাম রয়েছে, তাই কেন্দ্রের মোদি সরকারের কাছেও এদিন ডসিয়ার পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত একবছরে মোদি সরকারকে সুইস ব্যাংক থেকে ১০০-রও বেশি ব্যক্তি ও সংস্থার নাম পাঠানো হয়েছে। আর সেই তথ্যকে হাতিয়ার করে এবার কেন্দ্র সরকার দেশের কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা এই প্রক্রিয়ায় অংশ নেবে। শুধু। তাই নয়, নতুন তথ্য হাতে আশার পর কেন্দ্রের কাছে সেই লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন অনেকে। যদিও সুইস ব্যাংক থেকে পাওয়া তথ্য নিয়ে কেন্দ্রের তরফে সেরকম কিছু জানা যায়নি, তবুও এর বিরুদ্ধে যে মোদি সরকার বড় পদক্ষেপ নেবেন সেটা বলে দিতে হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!