এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শুভেন্দুর পাশাপাশি সরকারের ঘুম ওড়াতে তৎপর এই হেভিওয়েট, নন্দীগ্রামের মতই বিধানসভায় গুরুত্ব বাড়ছে বালুরঘাটের!

শুভেন্দুর পাশাপাশি সরকারের ঘুম ওড়াতে তৎপর এই হেভিওয়েট, নন্দীগ্রামের মতই বিধানসভায় গুরুত্ব বাড়ছে বালুরঘাটের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রায় একপ্রকার ঠিক করাই হয়ে গিয়েছিল, যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে অর্থমন্ত্রীর দায়িত্ব পাবেন বালুরঘাট থেকে নির্বাচিত বিধায়ক অশোক লাহিড়ী। কিন্তু বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করেনি। সেদিক থেকে বিরোধী দল হিসেবে বিজেপির একমাত্র প্রধান মুখ বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে এখন শুভেন্দু অধিকারী বিধানসভায় বিজেপির প্রধান হিরো। তবে বাজেট পেশের পর নন্দীগ্রামের পাশাপাশি এবার বিধানসভায় গুরুত্ব বাড়ছে উত্তরবঙ্গের অন্যতম বিধানসভা কেন্দ্র বালুরঘাটের। বুধবার বাজেট পেশ করেছে তৃণমূল সরকার।

আর তারপরেই এর বিরোধিতায় সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে পরিচিত বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে সামনে রেখে এবার বাজেট অধিবেশনের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভার ভেতরে তৃণমূল সরকারকে নাস্তানাবুদ করতে তৎপর পদ্ম শিবির। বস্তুত, রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র বিশিষ্ট অর্থনীতিবিদ। কিন্তু বিজেপির পক্ষ থেকেও কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই বালুরঘাট থেকে জিতে আসা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে সামনে রেখে তৃণমূল সরকারের বাজেটের বিরুদ্ধে বক্তব্য পেশ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বিজেপির প্রধান হিরো হয়ে উঠতে চলেছে বালুরঘাটের বিজেপি বিধায়ক। অর্থাৎ বিজেপি এক্ষেত্রে তৃণমূল সরকারকে বার্তা দিতে চাইছে। শুধু তাদের অর্থমন্ত্রী অমিত মিত্র বিশিষ্ট অর্থনীতিবিদ নয়, তাই যেনতেন প্রকারেন বাজেট পেশ করলেই যে বিজেপি ছেড়ে কথা বলবে না, সেই বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে বাজেটের সর্বাত্মক বিরোধিতা করে পাল্টা রাজ্য বাজেটের বিপক্ষে নিজেদের মতামত সামনে এনে অশোকবাবুকে সামনে রেখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অন্যতম উপদেষ্টা হিসেবে চার দশকের বেশি সময় ধরে কাজ করেছেন অশোক লাহিড়ী। সেভাবে সংসদীয় রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু অর্থনীতি সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই তাকে সামনে রেখেই বৃহস্পতিবার বাজেট বিরোধিতার স্বপক্ষে বক্তব্য রাখতে চাইছে ভারতীয় জনতা পার্টি‌। এক্ষেত্রে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর তেমন কোনো কাজ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই বাজেটের বিরোধিতা করতে অশোক লাহিড়ীকে সামনে রেখে বুধবার তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। বাজেটের বিরোধিতায় সরব হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আগামীকাল সবাই আসবেন। অশোকবাবু আমাদের ওপেনিং ব্যাটসম্যান।” আর তারপরেই স্পষ্ট হয়ে যায় যে, এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে ভারতীয় জনতা পার্টি। শাসকদলের অর্থমন্ত্রী অর্থনীতিবীদ হলেও, তার পাল্টা যে তাদের পক্ষ থেকেও একজন অর্থনীতিবিদ রয়েছেন, তা বুঝিয়ে দিতে চাইছে পদ্ম শিবির।

ইতিমধ্যেই বাজেট পেশের পর গোটা বিষয়ে কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে। এদিন তিনি বলেন, “ত্রাণের ব্যবস্থা করার আশ্বাস থাকলেও, পরিত্রাণের কোনো চেষ্টা নেই।” অর্থাৎ সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও, অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ বালুরঘাটের বিজেপি বিধায়ককে দিয়েই এবার তৃণমূল সরকারের ঘুম ওড়াতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

আর সেই কারণেই বাজেট পেশের পর আজ বৃহস্পতিবার যে বিধানসভায় বিজেপির প্রধান তুরুপের তাস বালুরঘাটের বিজেপি বিধায়ক, তা বলাই যায়। অর্থাৎ অন্যদিনের মত প্রতিবাদ বিক্ষোভ নয়, বরং তথ্যনিষ্ঠ বক্তব্য দেওয়ার দিক থেকে অশোক লাহিড়ীকে সামনে রেখে আজ বিধানসভায় সমবেত প্রতিবাদ জানাবে গেরুয়া শিবির। সব মিলিয়ে রাজ্য বাজেট বিরোধিতায় শুভেন্দু অধিকারীর কথায় “ওপেনিং ব্যাটসম্যান” হিসেবে কেমন পারফরম্যান্স করেন অশোক লাহিড়ী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!