এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অপদার্থ তৃণমূল সাংসদ? সৌগতর জমা জল সরানো নিয়ে তীব্র কটাক্ষ! অস্বস্তিতে তৃণমূল!

অপদার্থ তৃণমূল সাংসদ? সৌগতর জমা জল সরানো নিয়ে তীব্র কটাক্ষ! অস্বস্তিতে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রেমালের দাপটে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমতে শুরু করে। এমনকি দমদমে যখন বিভিন্ন এলাকায় জল জমে যায়, তখন ভোটের আগে বাঁশ হাতে সেই জল সরাতে দেখা যায় সৌগত রায়কে। যাকে কটাক্ষ করে বিরোধীরা। আর এবার সৌগত রায়ের এই ধরনের পদক্ষেপকে খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যখনই দমদমে জল জমে, তখনই আমরা দেখি, হয় সৌগতবাবু লুঙ্গি তুলে, না হলে ধুতি হাতে নিয়ে, বাঁশ হাতে বেরিয়ে পড়েন। এতদিন সাংসদ থাকলেন, সামান্য একটু জল সরাতে পারলেন না! তাহলে কি করলেন? যখনই ভোট আসে, তখনই এইসব নাটক আমরা দেখতে পাই।”

একাংশ বলছেন, শেষ দফায় এই দমদমে ভোট রয়েছে। আর তার আগে যখন দুর্যোগ, তখন সেটাকে হাতিয়ার করে মানুষের পাশে যে তিনি রয়েছেন, তার প্রমাণ করতে ময়দানে দেখা গিয়েছিল সৌগত রায়কে। তবে এতদিন সাংসদ থাকা সৌগতবাবু যে কাজের কাজ কিছুই করেননি, তিনি যে চরম অপদার্থতার পরিচয় দিয়েছেন, তা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!