এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় প্রবেশাধিকার আর রইল না কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের, বিতর্ক তুঙ্গে

বিধানসভায় প্রবেশাধিকার আর রইল না কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিরোধী দল বিজেপির বেশ কিছু নেতার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বহাল হয়। বিজেপি নেতারা যেদিকে যেখানে যান, সেখানেই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরাও যায়। এখানেই প্রশ্ন উঠেছে, বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর শুভেন্দু অধিকারীর সঙ্গেও কি তাঁর নিরাপত্তারক্ষীরাও প্রবেশ করবে বিধানসভা ভবনে? উত্তর হলো না। ইতিমধ্যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বিধানসভা ভবনে বাইরের কারোর প্রবেশাধিকার নেই।

প্রসঙ্গত, সম্প্রতি বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি চায় বিজেপির পরিষদীয় দলের নেতারা। কিন্তু স্পিকার সেই আবেদন ফিরিয়ে দেন। জানিয়ে দেন, করোনা পরিস্থিতিতে বাইরের অতিথিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে বিধানভবনে। সেক্ষেত্রে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও বাইরেই থাকবে। তবে তাদের জন্য অস্থায়ী ছাউনি তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, আগে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা বিরোধীদলের নেতাদের সঙ্গে বিধানসভায় প্রবেশ করতে পারতেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু নির্বাচনে জেতার পর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যখন বিধায়ক পদে শপথ নিতে এসেছিলেন, তখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বেশ বড়ো রকমের বচসায় জড়িয়ে পড়ে। তারপরেই বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা চত্বরে কেন্দ্রীয় জওয়ানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন স্পিকার। সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়ার আবেদন করে বিজেপির পরিষদীয় দলের নেতারা। কিন্তু নিষেধাজ্ঞা তোলা তো হয়ইনি বরং বিকল্প বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের জন্য। অন্যদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, লোকসভাতে ঢোকার সময় কি এভাবে রাজ্যের নিরাপত্তারক্ষীদের কি ঢুকতে দেওয়া হয়?

তবে স্পিকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, করোনা বিধিনিষেধ মেনে সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভা ভবনে প্রবেশ করার কোন প্রশ্নই উঠছেনা। সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশাধিকার না দিয়ে নতুন একটি বিতর্ক সৃষ্টি হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। বিধানসভা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত একমাত্র স্পিকারই নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে স্পিকার যেহেতু তৃণমূলের অন্যতম নেতা, তাই বিতর্ক পিছু ছাড়ছেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!