এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটের পর বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য বিজেপিতে

পঞ্চায়েত ভোটের পর বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য বিজেপিতে

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই নতুন বিপত্তি দেখা গেলো গেরুয়া শিবিরে। গোপণ সূত্রে পাওয়া খবর অনুসারে রাজ্য বিজেপির অভ্যন্তরে পদাধিকারের পরিবর্তন আসন্ন। জানা যাচ্ছে দিলীপ ঘোষের পরিবর্তে দলের রাজ্য সভাপতি পদে আাশিস সরকারের মনোনীত হওয়ার সম্ভবনার কথা। আবার অন্য সূত্রে জানা যাচ্ছে শমীক ভট্টাচার্যের নাম ও রয়েছে সম্ভাব্য সভাপতির তালিকায়। এদিকে মুকুল রায়ের অনুগামীরা চাইছেন এই সময়ে মুকুল রায়কেই দলের সভাপতি পদে নির্বাচিত করা হোক। অন্যদিকে দিলীপ ঘোষকেও ফের চাইছেন তাঁর অনুগামীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত এদিন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে জানা যাচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আলিপুরদুয়ারে বিজেপির ফল অন্য জেলার থেকে তুলনামূলক ভাল।কিন্তু এবাদে বাকি জেলা গুলিতে সেইরকম কিছু করে দেখাতে পারেনি বিজেপি। এদিকে মুকুল রায়ের অনুগামীরা জানাচ্ছেন মুকুল রায় যেখানেই গিয়েছেন, সেখানেই তুলনামূলক ভাল ফল করেছে বিজেপি। সূত্রের খবর অনুসারে এই বিষয়ে দিল্লীতেও খবর পাঠানো হয়েছে। অন্যদিকে বিজেপির অন্দরে আরেক শিবির জানাচ্ছে নির্বাচনী প্রচারকার্যে মুকুল রায় প্রায় গোটা পশ্চিমবঙ্গই সফর করেছেন। এদিকে দিলীপবাবুর অনুগামীদের দাবী যে দিলীপবাবু সভাপতি থাকাকালীনই ভালো ফল করছে বিজেপি ফলে তাঁকে সারানোর কোনো অর্থ নেই। ফলে ভালো ফলাফল করা জেলাগুলির ভালো ফলাফলের পিছনে ঐসব জেলার নেতৃত্বের সাংগঠনিক অবদান অস্বীকার করা যায় না। তবে যায় হোক ঠিক করবেন শীর্ষ নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!