এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রথযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির পারস্পরিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা

রথযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির পারস্পরিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে রথযাত্রা বা পরিবর্তন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অনেক চাপান উতোরের পর বিজেপির এই কর্মসূচিকে অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। তবে বিজেপির রথযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এবার বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে।

বিজেপির রথযাত্রার কারণে কিছুদিন ধরেই দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকা সেজে উঠেছিল। দু’দিন আগেই সমস্ত এলাকায় বিজেপির পতাকা, পোস্টার, ফ্লেক্স দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। এবার বিজেপির পতাকা নর্দমার ধারে পড়ে থাকতে দেখা গেল। যার ফলে প্রবল উত্তেজনা দেখা দিলো এলাকাজুড়ে। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপির রথযাত্রার কারণে রাস্তার দু’পাশে লাগানো বিজেপির পতাকা খুলে নর্দমায় ফেলে দেয়া হয়েছে। এই ঘটনার জন্য বিজেপি অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করলেন বিজেপির নেতা, কর্মীরা। পুলিশের সঙ্গেও এ বিষয়ে কথা কাটাকাটি শুরু হয় বিজেপির। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

তবে, বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করতে দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূলকে। এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর রাহা জানালেন যে, বিজেপির যা লোক হয়েছে, তৃণমূলের ওয়ার্ডের মিছিলে এর চেয়ে বেশি লোক হয়ে থাকে। তিনি জানিয়েছেন, বিজেপি নিজেরাই নিজেদের পতাকা খুলে ফেলে দিয়েছে নর্দমায়। তাদের সভায় লোক হচ্ছে না। মাফিয়াদের তারা দলে নিয়েছে। তবে, তৃণমূল নেতা যাই দাবি করুন না কেন? লোকসভা ভোটের পর থেকে ক্রমশ দুর্গাপুরে শক্তিশালী হয়ে উঠছে বিজেপি।

লোকসভা ভোটেই বিজেপি তৃণমূলকে অনেকটা পেছনে ফেলে দিয়েছিল। দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে তুলছে বিজেপি। এই পরিস্থিতিতে এই ঘটনার পেছনে তৃণমূলের আক্রোশকেই দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরের নিউটাউনশিপ এলাকার বিজেপির মণ্ডল সভাপতি তরুণ দাস এ প্রসঙ্গে জানান, কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতির ছবিতে কালি ছিটিয়ে দিয়েছিলো তৃণমূল। খেলা হবে স্লোগান দিয়েছিল। পুলিশ কোন ব্যবস্থায় নেয়নি। তিনি জানালেন, বিজেপির জনসমর্থনে ভীত হয়ে এই সমস্ত কাজ করছে তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!