এখন পড়ছেন
হোম > জাতীয় > সংঘাতের আবহেই সলিসিটর জেনারেলকে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপে বিদ্ধ করলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ

সংঘাতের আবহেই সলিসিটর জেনারেলকে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপে বিদ্ধ করলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাতকে নিয়ে তীব্রভাবে সরব হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। গত বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের আইনজীবী ও সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ নিয়ে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নাম নারদ মামলায় রয়েছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রভাব খাটাবার চেষ্টা করছেন। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। তুষার মেহেতা জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে যখন এসেছিলেন, সেসময় তিনি বৈঠকে ব্যস্ত ছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি। তাঁর আত্মসহায়ক শুভেন্দু অধিকারীকে অপেক্ষা করতে বলেছিলেন। শুভেন্দু অধিকারীও জানিয়েছেন যে, তুষার মেহেতার সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি।

তবে, তুষার মেহেতা ও শুভেন্দু অধিকারীর বক্তব্য মেনে নেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে বারবার তুষার মেহেতার অপসারণের দাবি করা হয়েছে। তুষার মেহেতা ও রাজ্যপাল জগদীপ ধনকরের অপসারণের দাবি নিয়ে রাষ্ট্রপতির দরবারে যাবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে আজ টুইট করে সলিসিটার জেনারেল তুষার মেহেতাকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সলিসিটার জেনারেল তুষার মেহেতাকে টুইট করে তিনি জানিয়েছেন যে, রাস্তায় পরিযায়ী শ্রমিক নেই, দেশে কোথাও অক্সিজেনের কোন অভাব নেই, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেননি তুষার মেহেতা। এটাই হলো মাননীয় সলিসিটর জেনারেলের সত্যির রেকর্ড। আগামী দিনে এই রেকর্ড আরো বাড়বে।

আবার গত শুক্রবার রাতেও তুষার মেহেতার উদ্দেশ্যে টুইট করেছেন মহুয়া মৈত্র। টুইট করে তিনি জানিয়েছেন, জেড ক্যাটাগরির বিজেপি নেতা ও ভারতের সলিসিটর জেনারেলের নিরাপত্তা ঘেরা বাড়িতে কোন আমন্ত্রণ ছাড়াই গেলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করলেন, চা খেলেন, আর দেখা না করেই বাড়ি থেকে ফিরে এলেন।
সলিসিটার জেনারেল তুষার মেহেতার বাড়ির সিসি টিভি ফুটেজ প্রকাশের দাবি করেছেন তিনি। তাঁকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন যে, সত্যি কথা বলা তাঁর ধাতে নেই।

আজ সলিসিটার জেনারেল তুষার মেহেতাকে কটাক্ষ করে টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, মাননীয় তুষার মেহেতাকে আরেকবার তিনি অনুরোধ করছেন যে, ভালো করে তিনি ভাবুন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল কিনা? নারদ কান্ডে অভিযুক্ত থাকা শুভেন্দু অধিকারীর এভাবে প্রভাবশালী হিসেবে তাঁর প্রভাব খাটানোর চেষ্টা নয় তো? সে ক্ষেত্রে কেন গ্রেফতার করা হবে না তাঁকে? প্রশ্ন করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!