দলবদল তো হচ্ছে – কিন্তু কবে হবে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ? কে কে পাচ্ছেন ঠাঁই? কলকাতা বিশেষ খবর রাজ্য March 14, 2019 প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – লোকসভা নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে এখনও জোটের জটে আটকে বাম-কংগ্রেস বা তৃণমূলকে ভাঙতে ব্যস্ত গেরুয়া শিবির কেউই প্রার্থী তালিকা প্রকাশ করে নি। অবশ্য গেরুয়া শিবিরের ভোট কর্তারা আগেই জানিয়েছিলেন, তৃণমূলের প্রার্থী তালিকা দেখে, সেই অনুযায়ী পরিকল্পনা রচনা করে প্রার্থী তালিকা ঘোষিত হবে। সুতরাং তৃণমূলের প্রার্থী তালিকার অন্তত দুই থেকে তিন দিন বাদে প্রকাশিত হবে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা। সূত্রের খবর, গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন এরকম একাধিক সাংসদের নাম সামনে আসায়, শেষপর্যন্ত প্রার্থী তালিকায় সেভাবে কোনো বড় চমক দেয় নি তৃণমূল কংগ্রেস। কিন্তু, তারফলেই শুরু হয়ে গেছে তীব্র ক্ষোভ বিক্ষোভ। ইতিমধ্যেই এক জেলা সভাপতি প্রকাশ্যেই দাবী তুলেছেন প্রার্থী বদলের। অন্যদিকে, ভাটপাড়ার দাপুটে বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। সূত্রের খবর, আরও একাধিক নেতা নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য। আর তাই, সেই অনুযায়ী প্রার্থী তালিকা ঘোষিত হওঁতেও দেরি হচ্ছে গেরুয়া শিবিরের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে, দিল্লি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী রবিবার বিকেলে। তবে, যতদূর জানা গেছে, সেদিন সব আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হবে না। প্রথম দুটি দফার সব আসনের ও অন্য কয়েকটি আসন যেখানে প্রার্থী একেবারে চূড়ান্ত সেখানকার প্রার্থী তালিকায় প্রকাশিত হতে চলেছে আপাতত। এর মধ্যে গতবারের জেতা দুই সাংসদের নাম সংশ্লিষ্ট দুই আসন থেকে ঘোষিত হয়ে যেতে পারে। একই সঙ্গে, আগের ঘোষণা মত বিষ্ণুপুর আসনে সৌমিত্র খাঁর নাম ঘোষিত হয়ে যেতে পারে। যদিও দার্জিলিং, আসানসোল ও বিষ্ণুপুর আসনের বাইরে, বাকি কোনো আসন নিয়ে গেরুয়া শিবিরের কেউ সরকারিভাবে মুখ খোলেননি, তাই সঠিকভাবে কিছু এখনো জানা যাচ্ছে না। তবে ওই তিন আসন বাদে জল্পনা, আপাতত আরও ছয় আসনে নাম ঘোষণা হতে পারে। সবমিলিয়ে যে নামগুলি নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই কান পাতলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে সেগুলি হল – ১. আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা ২. দার্জিলিং – সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া ৩. মালদা উত্তর – খগেন মুর্মু ৪. কৃষ্ণনগর – সত্যব্রত মুখোপাধ্যায় ৫. বনগাঁ – দুলাল বর ৬. শ্রীরামপুর – কবীর বসু ৭. ঘাটাল – ভারতী ঘোষ ৮. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ ৯. আসানসোল – বাবুল সুপ্রিয় ১০. বোলপুর – অনুপম হাজরা ১১. বীরভূম – লকেট চট্টোপাধ্যায় আপনার মতামত জানান -