এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মোদীর সভার আগেই ছেঁড়া হল ফ্লেক্স! উত্তেজনা মেদিনীপুরে!

মোদীর সভার আগেই ছেঁড়া হল ফ্লেক্স! উত্তেজনা মেদিনীপুরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ছোটখাটো উত্তেজনা তৈরি হয়েছে গোটা মেদিনীপুর জুড়ে। তবে সরকারি অনুষ্ঠানে সেই মেদিনীপুরেই আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই সেই প্রধানমন্ত্রীর জনসভার সমর্থনে লাগানো ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর সফরের আগে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় এখন গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুরের নন্দকুমার হাইরোডের একাধিক জায়গায় প্রধানমন্ত্রীর জনসভার সমর্থনে ফ্লেক্স লাগানো হয়েছিল। কিন্তু সেই ফ্লেক্সগুলো ছেঁড়া অবস্থায় দেখা গেছে। পাশাপাশি নরেন্দ্র মোদীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরে বিজেপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যেখানে আহত হয়েছেন পাঁচজন বিজেপি কর্মী।

বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা এই ঘটনার পেছনে রয়েছে। তারা পরিকল্পিতভাবে বিজেপির উপরে হামলা চালিয়েছে। যদিও বা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। এর পেছনে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, নির্বাচনের আগে ক্রমশ রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জেলায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ এবং প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হচ্ছে। তবে এই পরিস্থিতিতে বাংলার উন্নয়নের ডালি নিয়ে আজ হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে বলছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সভার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য একাধিক উপহার ঘোষণা করবেন।

পাশাপাশি ভোটের দামামা বাজিয়ে দেবেন। আর তার আগেই যেভাবে প্রধানমন্ত্রীর ফ্লেক্স ছেঁড়া এবং বিজেপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!