এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > পানীয় জলের হাহাকার অবস্থা, পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লো স্থানীয়রা!

পানীয় জলের হাহাকার অবস্থা, পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লো স্থানীয়রা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন নজর জবরদখল উচ্ছেদের দিকে। কিন্তু রাজ্যের সাধারণ মানুষের যে ন্যূনতম দাবি, সেই দাবি পালন করতে পর্যন্ত ব্যর্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পৌরসভা। যার মধ্যে পুরুলিয়ায় দেখা দিয়েছে পানীয় জলের হাহাকার। স্বভাবতই কোনো উপায় না দেখে সেই জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন স্থানীয় মানুষরা।

সূত্রের খবর, এদিন পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডে প্রবল বিক্ষোভ হয়। যেখানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পক্ষ থেকে পৌরসভায় জলের আবেদন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পানীয় জল পাওয়া যাচ্ছে না। এর আগেও তারা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু তারপরেও কোনো সুরাহা না হওয়ার কারণেই তারা আজ এই বিক্ষোভ শুরু করেছেন‌। যার ফলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে পৌরসভা সামান্য জলের পরিষেবা টুকু দিতে পারে না, তারা মানুষের দেখভাল করবে কি করে? তাই অবিলম্বে চেয়ারম্যানের ইস্তফা দেওয়া উচিত বলেই দাবি করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!