এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নিয়োগে বাধা দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

নিয়োগে বাধা দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

এবার বিস্ফোরক অভিযোগ উঠলো রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
মালদা কংগ্রেস নেতৃত্ব আজ নিয়োগ পত্রের দাবিতে মালদা ডিপিএসসি ঘেরাও করেন ২০০৯ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। চেয়ারম্যান আশিষ কুন্ডুর কাছে নিযোগ কেন করা হচ্ছে না তা জানতে চাইলে তিনি তার উত্তরে সরাসরি শিক্ষামন্ত্রীর দিকে আঙ্গুল তোলেন। তিনি জানান নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছেন স্বয়ং শিক্ষামন্ত্রী। তিনি বলেন নিয়োগ করতে দিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উর্ধতন কর্তৃপক্ষ।যদিও এই অভিযোগ লিখিতভাবে দিতে বলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব ও আন্দোলনকারীরা। কিন্তু তিনি তা দেন নি। তবে আস্বস্ত করেছেন যে ১৮ই ডিসেম্বর এই বিষয়টি লিখিত ভাবে জানাবেন তিনি। তবে যতদূর জানা যাচ্ছে লিখিত অভিযোগ পেলে আন্দোলনকারীরা এবার কোর্টেও যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!