এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুলকে জোর ধাক্কা দিলো তৃণমূল,উত্তরবঙ্গে ফের ঘরের ছেলে ঘরে

মুকুলকে জোর ধাক্কা দিলো তৃণমূল,উত্তরবঙ্গে ফের ঘরের ছেলে ঘরে


রাজ্যে তৃণমূলের দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আর বিজেপিতে যোগ দিচ্ছেন ,এমনকি গোটা রাজ্যের তৃণমূলের অনেক নেতা নেত্রীরাও বিজেপিতে যোগ দিতে চাইছে , এমন কথা বলে যখন বিজেপির হয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুকুল রায়। তখনি বড় ধাক্কা খেলেন তিনি। এদিন ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে বিজেপিকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কালচিনির প্রাক্তন বিধায়ক পবন লাকড়া৷ কিন্তু আবার আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এসে ফের তৃণমূলে যোগ দেন তিনি।এরপর এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মা বলেন ‘পবন লাকড়া ও আমি একসঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছি। দলে ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন পবনবাবু। সোমবার সেই চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে দলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। রাজ্যস্তরের নেতাদের নির্দেশে তাঁকে দলে ফেরানো হল। আমাদের পুরোনো সঙ্গীকে সম্মানের সঙ্গে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।’
পবন লাকড়াও এদিন বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিয়ে ফেঁসে গিয়েছিলাম। ওরা সবসময় সাম্প্রদায়িক কর্মসূচি নিয়ে চলে। মানুষে মানুষে বিভেদ তৈরি করে। আদিবাসী, নেপালিদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে। বিজেপি ডুয়ার্সে বিমল গুরুংয়ের হয়ে কাজ করে। তাই তৃণমূলে যোগ দিলাম৷’ তৃণমূল থেকে বিজেপিতে যাবার পর ভুল ভেঙে আবার তৃণমূলে ফেরত গেছে। কয়েকদিন আগে অনুব্রতর গড় থেকে বিজেপিতে ২ জন যোগ দেয় আবার পরের দিনেই তারা তৃণমূলে যোগ দেয়। অনুব্রতর গড়ে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার ব্যাপারে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে তৃণমূলের তরফ থেকে ভয় দেখিয়ে বিজেপিতে যোগদানকারীদের আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে।তবে এবার পবন লাকড়ার আবার তৃণমূলে যোগ দেওয়াটা মুকুলের একপ্রকার হারই দেখছেন রাজনৈতিকমহল। বাজিমাত কিন্তু করলো তৃণমূলই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!