এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ সেই আশার ২৩! পে-কমিশন ও ডিএ নিয়ে মন্ত্রীসভার বৈঠকের পর পরিষ্কার হবে চিত্র?

আজ সেই আশার ২৩! পে-কমিশন ও ডিএ নিয়ে মন্ত্রীসভার বৈঠকের পর পরিষ্কার হবে চিত্র?

অবশেষে কি আজই সেই সুখবর আসতে চলেছে! সূত্রের খবর, আজ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুমোদনের জন্য পেশ হবে। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। আর তারপরই বেতন কমিশনের রিপোর্ট নিয়ে সরকারের তরফে কোনো বিবৃতি দেওয়া হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা দেন। আর তারপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করেছে। আগামী বছরের জানুয়ারি থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধি যে কার্যকর হবে, সেটাও তিনি জানিয়ে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের এখনকার মূল বেতনের ২.৫৭ গুণ বৃদ্ধি হবে। রাজ্য সরকারি কর্মীর ন্যূনতম বেতন বেড়ে ১৭ হাজার ৯৯০ টাকা হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের গ্রাচুইটির ঊর্ধ্বসীমা ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হবে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মী ছাড়াও পুরসভা এবং পঞ্চায়েত কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং ৬০টির বেশি স্বয়ংশাসিত ও সরকারি সংস্থার কর্মীরা বেতন কমিশনের সুপারিশের সুফল পাবেন।

কিন্তু বেতন কমিশন সংক্রান্ত আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ব্যাপারে সোমবার সরকারের তরফে কিছু জানানো হয় কি না, এখন সেটা দেখার। জানা গেছে, ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। যে সময় থেকে সরকারি কর্মীদের যে বকেয়া প্রাপ্য হয়েছে, তা দেওয়া হবে কি না সেটাও এখন বড় প্রশ্ন কর্মী মহলে।

সূত্রের খবর, এই রিপোর্ট পেশের পর অভিরূপ সরকার বলেন, “বকেয়া টাকা দেওয়ার ব্যাপারে তাঁরা কোনও সুপারিশ করেননি। এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।” কিন্তু কমিশন তার রিপোর্টে ঠিক কি কি বলেছে? রিপোর্টে বলা হয়েছে, গত ২০১৬ সালের জানুয়ারি থেকে বেতন হারের বৃদ্ধি হয়েছে এটা ধরে নেওয়া হবে। মূল বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি করে ২০১৬ থেকে বাৎসরিক তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হিসেব করে নতুন মূল বেতন নির্ধারিত হবে।

মূল বেতনের সঙ্গে সরকারি কর্মীদের বাড়িভাড়া, ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা প্রভৃতি যোগ হয়। এখন রাজ্য সরকারি কর্মীরা ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পান। ফলে সেটার কেনো পরিবর্তন হয়েছে কি না, সেই ব্যাপারেও কোনো সরকারি ঘোষণা করা হয়নি। অন্যদিকে ডিএর বিষয়েও মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় কোনো কথা বলেননি। এ ব্যাপারে আইনগত জটিলতা থাকার জন্য কিছু বলা যাচ্ছে না, এমন ইঙ্গিতও তিনি সেদিন দিয়েছিলেন।

বস্তুত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার পর জুলাই মাস থেকে তাঁদের নতুন হারে ডিএ দেওয়া শুরু হয়। ওই হারে বকেয়া ডিএ রাজ্য সরকার দেয় কি না, সেদিকেই তাকিয়ে আছেন এরাজ্যের সরকারি কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!