এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদাধিকার প্রয়োগ করে দলীয় কর্মীদের কাছে ঘুরপথে ‘ব্যবসা’? চূড়ান্ত বিতর্কের মুখে দিলীপের সৈনিক!

পদাধিকার প্রয়োগ করে দলীয় কর্মীদের কাছে ঘুরপথে ‘ব্যবসা’? চূড়ান্ত বিতর্কের মুখে দিলীপের সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এখন সেলিব্রিটিদের দায়িত্ব দিয়ে বাংলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে নিজেদের দিকে টানতে চাইছে। ইতিমধ্যেই টলিপাড়ার একাধিক হেভিওয়েট অভিনেতা, অভিনেত্রীদের নিজেদের দলে যোগদান করিয়েছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, দলের একাধিক সাংগঠনিক পদেও সমাজের বিশিষ্ট মানুষদের বসিয়েছে গেরুয়া শিবির। যার মধ্যে অন্যতম বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। প্রসঙ্গত, অগ্নিমিত্রাদেবী বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।

তবে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলকে মহিলা মোর্চার দায়িত্ব দিলেও আদৌ তিনি সেই দায়িত্ব সামলাতে পারবেন কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন। আর এবার পরিবর্তনের স্বপ্ন দেখা বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়ে সেই অগ্নিমিত্রা পল দলের অন্দরেই নাকি শাড়ির ব্যবসা খুলে বসেছেন বলে তীব্র শোরগোল গেরুয়া শিবিরের অন্দরে। দলের অনেকের অভিযোগ, অগ্নিমিত্রা পলের শাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে শুরু করেছেন।

কিন্তু যেখানে দলের মহিলা সংগঠনকে শক্তিশালী করার কাজ, সেখানে তিনি কেন এইভাবে ফ্যাশন ডিজাইনার হিসেবে শাড়ি বিক্রির কাজ শুরু করেছেন ! তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। একাংশ আবার বলছেন, অগ্নিমিত্রা পল একাধারে যেমন ফ্যাশন ডিজাইনার, ঠিক তেমনই তিনি বিজেপির হেভিওয়েট নেত্রীর মধ্যে দিয়ে সেখানে পদ্মফুলের প্রতীক এঁকে বুঝিয়ে দিতে চাইছেন যে, বিজেপির প্রচার বাংলার মা-বোনেদের ঘরে ঘরে যাতে পৌঁছে যায়‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এখন তো মহিলাদের বেশি সংগঠিত করাই তার প্রধান কাজ। কেননা হাতে আর মাত্র কিছুদিন বাকি। তারপরেই বিধানসভা নির্বাচন। এখন এই শাড়ি তৈরি করে তা পৌঁছে দেওয়া অপেক্ষা যদি মহিলাদের নিয়ে মাঠে নামা যায়, তাহলে তো অনেক বেশি কাজে দেবে ! কেন এইভাবে নিজের পেশাকে রাজনৈতিক অন্দরমহলে টেনে আনছেন অগ্নিমিত্রা পাল, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

গেরুয়া শিবিরে একটু খোঁজ-খবর করতেই জানা গেল, মহিলা মোর্চার বিভিন্ন গ্রূপে অগ্নিমিত্রাদেবীর ডিজাইন করা একটি শাড়ির ছবি পোস্ট করে বলা হয়েছে, যে বিজেপির মহিলা মোর্চার সদস্যদের সেই শাড়ি কিনতে হবে। সেই শাড়িতে পদ্মফুলের ছাপ থাকায়, তা দলীয় অনুষ্ঠানে বা প্রচারের কাজে যাওয়ার সময় পরে যেতে হবে। এমনকি কলকাতায় সেই শাড়ি নাকি রাজ্য সদর দপ্তর থেকেই পাওয়া যাবে। যদিও রাজ্য নেতারা কেউই এই ব্যাপারে নাকি কিছু জানেন না বলেই জানা গেছে।

জানা গেছে, উত্তরবঙ্গের জন্য 350 টাকা এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলার জন্যই শাড়ির দাম রাখা হয়েছে 280 টাকা। সেখান থেকেই নাকি মূল বিতর্কের সূত্রপাত। এদিন এই প্রসঙ্গে রাজ্য নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যে প্রবল চাপে রয়েছে এবং ব্যাপক শোরগোল তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!