এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিশ্বের এই ১০ ভুতুড়ে স্টেশনের কথা জানেন? তালিকায় আছে বাংলার ২ স্টেশনেরও নাম! জানলে চমকে যাবেন

বিশ্বের এই ১০ ভুতুড়ে স্টেশনের কথা জানেন? তালিকায় আছে বাংলার ২ স্টেশনেরও নাম! জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালির ভূতে ভয়, এটা চলতি কথা। রাত্তিরে যাদের নাম করতে নেই। অন্ধকারে তেনারা যে ঘুরে বেড়ান, সেই কথা মানেন অনেকে। অন্ধকারে কিম্বা কারেন্ট চলে গেলে আমরা কখনো না কখনো যে তাদের অস্তিত্ব টের পাইনি, সেটা হয়তো অনেকেই মেনে নেবেন। তবে বর্তমানে অনেকে ভুত বিশ্বাস করেন না বলেই দাবি করেন। তবে শুধু বাংলা নয়, বিশ্বের উন্নত দেশগুলোতে ও যে ভুত বিরাজ করে তার ঠিকানা জানা গেছে। কোথায় আছে তাদের বাস? আসুন জেনে নিই

বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে আমেরিকা। আর সেখানেও কিনা ভূতের ভয়? তাহলে আর বলছি কি মশাই। জানা যায় আমেরিকার ইউনিয়ন স্টেশনে আছে এমন এক ভুত। ফ্রেড নামের সেই রেল কর্মী মারা যাওযায় পর নাকি সেখানেই থাকেন বলে দাবি অনেকের। তাই আস্ত ঘর থেকে শুরু করে তাঁর জন্য যাবতীয় আলাদা ব্যবস্থা আছে সেখানে।

এমনই একটি স্টেশন আছে নিউজিল্যান্ডে। গ্লেন ইডেন নামের এই স্টেশন যদিও এখন নেই। সেখানে হয়েছে ক্যাফেটেরিয়া। তবে সেখানেই নাকি আসেন ১৯২৪ সালে মারা যাওয়া এক ব্যক্তি।

কথা হচ্ছে সিঙ্গাপুরের বিসান এমআরটি স্টেশনের। মুণ্ডহীন দেহ থেকে অদৃশ্য হাত অনেক কাণ্ডই দেখা যায় নাকি এখানে।এমনই একটি ভুতুড়ে স্টেশন হল অস্ট্রেলিয়ার মাকারিজ ফিল্মস স্টেশন। যেখানে রক্তমাখা কাটা হাত নিয়ে ঘুরতে দেখা যায় একটি অল্প বয়সের মেয়েকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনই একটি স্টেশন আছে ব্রিটেনে। হ্যাঁ, যার নাম অ্যাডিসকম্ব স্টেশন। যদিও বর্তমানে এটির অস্তিত্ব নেই। তবুও ২০০১ সালের আগে এখানেও ঘটে গেছে অনেক ভুতুড়ে কাহিনি। কানাডার ওয়াটার ফ্রন্ট স্টেশন এমন একটি জায়গা যার নাম ভুতুড়ে জায়গার মধ্যে অন্যতম। সুতরাং অদ্ভুত আওয়াজ শোনা থেকে শুরু করে রেল লাইন ধরে হেঁটে যাওয়া অনেক কাজই এখানে হয়ে থাকে।

মেক্সিকোর পেন্টিও নেস নামের স্টেশন নিয়েও প্রচলিত আছে অনেক গল্প। যেখানে ২ নম্বর ট্র্যাক নিয়ে মানুষের মধ্যে আছে ভয়মিশ্রিত নানা কাহিনী। চীনের কাওবা রোড সাবওয়ে তেও শোনা যায় এমন ঘটনা। যেখানে গেলেই গা ছমছমে আবহে ধ্যেয়ে আসে চিৎকার, অদৃশ্য হাতের ঠেলা থেকে অদৃশ্য ছায়ামূর্তি।

সারা দেশের কথা হচ্ছে আর বাংলার কথা হবে না, সেটা হয় না। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুন কোদর স্টেশনে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। এই কারণেই বন্ধ করে দেওয়া হয় এই স্টেশন। পরে ২০০৯ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি খুলে দেন। তবে ভূতের ভয়ে বিশেষ কেউ সেখানে যায় না।

আমাদের কলকাতার মাটিতেই যে থাকতে পারে এমন ভূতের জায়গা, না জানলে বিশ্বাস করবেন না। স্টেশনটি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। শোনা যায় রেল ট্রাকের উপর দিয়ে ছায়ামূর্তি চলে যাওয়া থেকে শুরু করে ঘটে নানা ঘটনা। তাই শেষ ট্রেনের অপেক্ষা করেননা কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!