এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসছে ভোট! রাজনৈতিক উত্তাপের মাঝেই বাংলার VIP সুরক্ষায় বিশেষ পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের

আসছে ভোট! রাজনৈতিক উত্তাপের মাঝেই বাংলার VIP সুরক্ষায় বিশেষ পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই দেখা যায়, ভিআইপিদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এ রাজ্যেরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি কেন্দ্রীয় নিরাপত্তা পান। তবে বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। সামনে একুশের বিধানসভা নির্বাচন আর সেদিকে নজর রেখেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট ব্যক্তি তথা ভিআইপিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে আগেই এ রাজ্যে ভিআইপিদের নিরাপত্তার খাতিরে আরও দুই কোম্পানি সিআরপিএফ আসতে চলেছে দিল্লি সদর দপ্তর থেকে পশ্চিমবঙ্গে।

2021 এর বিধানসভা নির্বাচন এই মুহূর্তে রাজ্যের উত্তাপ বাড়াচ্ছে। এরইমধ্যে রাজ্যের উত্তেজনা চরমে উঠেছিল যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে কিছুদিন আগেই হামলা হয়ে যায়। সেসব কথা মাথায় রেখেই সরকারিভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো বলে মনে করা হচ্ছে। 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বাড়তি সিআরপিএফ ভিআইপিদের নিরাপত্তা বহাল থাকবে। আর দু একদিনের মধ্যেই সিআরপিএফ বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। তাঁদেরকে দুই ভাগে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এক ভাগ কলকাতায় থাকবে এবং অন্যভাগ চলে যাবে দুর্গাপুরে।

বর্তমানে এ রাজ্যে যারা ভিআইপি তালিকাভুক্ত তাঁরা হলেন- লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকর, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায়, সুনীল মন্ডলের মত নেতা-নেত্রীরা। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন এই নেতারা। উল্লেখ্য, এক কোম্পানি সিআরপিএফ মানে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এর নেতৃত্বে থাকবে 135 জন জওয়ান। তার মধ্যে অবশ্য কুক, সাফাইওয়ালা, ক্ষৌরকার, মেস ম্যানেজার থাকবে। এদেরকে বাদ দিলে সব মিলিয়ে এক কোম্পানি সিআরপিএফ জাওয়ান মানে 100 জন জওয়ান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, ভোটের মুখে মাত্র 200 জন জওয়ানকে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে এই রাজ্যে। সূত্রের খবর, নতুন এই সিআরপিএফ বাহিনী রাজ্যের ভিআইপি তালিকাভুক্ত বিশিষ্টজনদের বাড়িতে মোতায়েন হতে চলেছে। কিন্তু প্রশ্ন একটাই, সিআরপিএফ জওয়ান থাকা সত্বেও কিন্তু এই রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা ঠেকানো যায়নি। তাই আগামী দিনে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে কতটা সুরক্ষিত থাকবেন বাংলার ভিআইপিরা তথা বিশিষ্টজনেরা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে।

তবে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিশিষ্ট জন যাদের মধ্যে অধিকাংশই গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রী তাঁদের নিরাপত্তা আরো নির্দিষ্ট করতে চাইলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন তুলে এসেছে বিরোধীরা। আর এবার নিরাপত্তার খাতিরে সিআরপিএফ জওয়ান বাড়ানোর নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার দুর্বলতার ব্যাপারটি পরোক্ষে স্বীকার করে নিল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!