এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  পরাজিত নিশীথ প্রামাণিক, অবশেষে আমিষ খেয়ে প্রতিজ্ঞা ভাঙ্গলেন রবী ঘোষ!

 পরাজিত নিশীথ প্রামাণিক, অবশেষে আমিষ খেয়ে প্রতিজ্ঞা ভাঙ্গলেন রবী ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবারের লোকসভা নির্বাচনে কোচবিহারে পরাজিত হয়েছেন বিজেপির নিশীথ প্রামানিক। তবে বিজেপি প্রার্থী যাতে পরাজিত হয়, তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। এমনকি বিজেপি প্রার্থী যতক্ষণ না হারবেন, ততক্ষণ তিনি মাছ মাংস খাবেন না বলেও শপথ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। অবশেষে সেই নিশীথ প্রামাণিক পরাজিত হতেই আজ আমিষ ভক্ষণ করলেন রবিবাবু।

সূত্রের খবর, আজ কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূলের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর সেখানেই নিজের শপথ ভাঙ্গেন রবীন্দ্রনাথ ঘোষ। যেখানে তাকে নিজের হাতে মাছ, মাংস খাইয়ে দেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বলা বাহুল্য, এই নিশীথ প্রামাণিকের সঙ্গে আদায় কাচকলায় সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঘোষের। স্বভাবতই প্রতিপক্ষের প্রার্থী সেই নিশীথবাবু পরাজিত হতেই এতদিন নিরামিষ ভক্ষণ করে আসলেও, আজ নিজের পন ভেঙে আমিষ ভক্ষণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!