এখন পড়ছেন
হোম > রাজ্য > পর্যাপ্ত ট্রেনের অভাব, যাত্রী বিক্ষোভে ধুন্ধুমার স্টেশন! চোখ রাঙাচ্ছে করোনা!

পর্যাপ্ত ট্রেনের অভাব, যাত্রী বিক্ষোভে ধুন্ধুমার স্টেশন! চোখ রাঙাচ্ছে করোনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসের মধ্যে সেভাবে লোকাল ট্রেন চালু করা সম্ভব হয়নি। বেশকিছু অল্প ট্রেন দিয়েই রাজ্য সচল রাখতে হয়েছে। স্বাভাবিক ভাবেই যাত্রীদের চাপ ক্রমশ বাড়ছে। অফিস, কাছারি খুলে যাওয়ার কারণে সাময়িক কিছু ট্রেনের ওপর ভরসা করেই সাধারণ মানুষ তাদের কর্মস্থলে পৌঁছতে শুরু করেছেন। তবে এবার সেই সাময়িক ট্রেন থাকার কারণে রীতিমতো যাত্রী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হুগলির বিভিন্ন স্টেশন চত্বর। যেখানে পর্যাপ্ত ট্রেন না থাকায় করোনা ভাইরাসের মধ্যেই রীতিমত বিক্ষোভে নেমে পড়লেন সাধারণ যাত্রীরা। যার ফলে চাপে পড়ে গেল রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এদিন হুগলির পান্ডুয়া এবং মগরা স্টেশনে প্রায় তিন ঘন্টা যাত্রী অবরোধ হয়। রেলের লাইনে নেমে বিক্ষোভ দেখাতে দেখা যায় সাধারণ মানুষকে। যার জেরে স্তব্ধ হয়ে পড়ে বিভিন্ন ট্রেন। একেই ট্রেনের অভাব তার মধ্যে সাধারণ মানুষদের করোনা ভাইরাসের এই সংকটজনক মুহূর্তে রেলের লাইনে নেমে পরে বিক্ষোভ ব্যাপক জটিলতার সৃষ্টি করে। যাত্রীদের দাবি, অবিলম্বে স্টাফ স্পেশাল ট্রেনকে সকলের জন্য বরাদ্দ করতে হবে। কেননা সকলেই এখন তাদের কর্মস্থলে পৌঁছতে চাইছেন। কিন্তু সেদিক থেকে ট্রেনের সংখ্যা না বাড়ার কারণে অনেকেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছেন না। আর সেই কারণেই তৈরি হয়েছে সমস্যা। তাই অবিলম্বে যাতে স্টাফ স্পেশাল ট্রেনে যাতে সকলকে তোলা যায়, তার জন্যই সাধারণ যাত্রীদের এই অবরোধ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে যাত্রীদের পক্ষ থেকে এই অবরোধ হওয়ার সাথে সাথেই রীতিমতো পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিন এই প্রসঙ্গে হাওড়ার ডিআরএম সুমিত নুরুলা বলেন, “এই মুহূর্তে হাওড়া বর্ধমান শাখায় 204 টি ট্রেন চলাচল করছে। আরও ট্রেন বাড়ানো হবে।” বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস যাতে বৃদ্ধি না পায়, তার জন্য লোকাল ট্রেন চালু করা সম্ভব হয়নি। স্টাফ স্পেশাল ট্রেনের ওপর ভরসা করেই অনেক মানুষকে নির্দিষ্ট কর্মস্থলে পৌছতে হচ্ছে।

কিন্তু এবার সঠিক পরিমাণ রেল পরিষেবা না হওয়ার থাকার কারণে যাত্রী বিক্ষোভ চাপের মুখে ফেলে দিল রেল কর্তৃপক্ষকে। যার জেরে সেই রেলের সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বাস দিতে দেখা গেল হাওড়ার ডিআরএমকে। কিন্তু একদিকে করোনা ভাইরাস, আর তার মধ্যেই রেলের দাবিতে যেভাবে সাধারণ যাত্রীরা সমবেত হয়ে বিক্ষোভ শুরু করলেন, তাতে ভাইরাস যেমন মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়ে গেল, ঠিক তেমনই এই বিক্ষোভে রীতিমতো নাকাল হলেন অনেকে। সব মিলিয়ে রেলের এই অভাব দূর করতে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!