এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পৌরভোটে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক রাজনৈতিক চমক!

পৌরভোটে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক রাজনৈতিক চমক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সকাল থেকে জল্পনা চলছিলই। প্রায় সকলেই নিশ্চিত ছিলেন, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি কলকাতা পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে। আগেভাগেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছিলেন যে, এবার প্রার্থী তালিকায় সেরকম কোনো চমক থাকছে না। তবে দলীয় কর্মীদেরকে প্রাধান্য দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে বিজেপির প্রার্থী তালিকায় তেমন কোনো চমক না থাকলেও সমাজের বিশিষ্ট মুখ থেকে শুরু করে যারা বিজেপি কর্মী, তাদেরকেই প্রার্থী তালিকায় বেশি প্রাধান্য দিতে দেখা গেল। যাকে কার্যত রাজনৈতিক চমক বলেই আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ বিজেপির রাজ্য দপ্তরে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই কলকাতা পৌরসভার নির্বাচন উপলক্ষে 144 টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। যেখানে প্রতিটি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষনা করতে দেখা যায় বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, এবারের প্রার্থী তালিকায় বিজেপিতে প্রচুর মহিলা মুখ রয়েছে। মোট 50 জন মহিলা মুখকে নিজেদের প্রার্থী তালিকায় জায়গা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও 4 জন শিক্ষক সমাজের প্রতিনিধিকে রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অতীতের মতো ভুল নয়, বরঞ্চ যারা বিজেপির হয়ে প্রতিমুহূর্তে কাজ করে, তাদেরকে নিজেদের প্রার্থী তালিকায় সবথেকে বেশি অগ্রাধিকার দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে তেমন কোনো চমক না দিয়ে বিজেপি কার্যত সাংগঠনিকভাবে লড়াই দেওয়ার জন্যই খুব সচেতনভাবেই প্রার্থী তালিকা তৈরি করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূলের সাথে লড়াইয়ে কতটা সাফল্য পায় গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!