এখন পড়ছেন
হোম > রাজ্য > রমজান মাসে ভোট করা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন

রমজান মাসে ভোট করা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন


গত শুক্রবার রাতে রাজ্য কমিশন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেলো রমজান মাসের মধ্যে পঞ্চায়েত ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। নতুন করে দিনক্ষণ ঘোষণার আগে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনে অংশ গ্রহণকারী রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা করে বৈঠক করবেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের শাসকদল এমনকি রাজ্যের সরকার পক্ষের সাথে ও নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় আলোচনা হবে বলে এদিন জানা গেছে। রাজ্য কমিশনের যুগ্ম সচিব শান্তনু মুখোপাধ্যায় জানিয়েছেন, মে মাসেই পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। এবং ওয়াকিবহাল মহল মনে করছে, এক্ষেত্রে রমজান মাসের মধ্যেই ভোট করাতে চাইছে কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!