এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এবার ছেলে মেয়ের বিরোধ, বাড়ছে জল্পনা!

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এবার ছেলে মেয়ের বিরোধ, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে আজ থেকে ঠিক সাড়ে তিন মাস আগে। কিন্তু মৃত্যুর পরেও প্রণব মুখার্জিকে নিয়ে বিবাদ চলছে। একুশের জানুয়ারি মাসে প্রণব মুখার্জির আত্মজীবনীর তৃতীয় খন্ড ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’ প্রকাশ হওয়ার কথা। আর এই বই প্রকাশ ঘিরেই শুরু হয়েছে প্রণব মুখার্জীর ছেলে এবং মেয়ের মধ্যে ব্যাপক তরজা। খুব স্বাভাবিকভাবেই প্রণব মুখোপাধ্যায়ের পরিবার তীব্র অস্বস্তির মুখে। যেভাবে প্রাক্তন রাষ্ট্রপতি ছেলে মেয়ে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েছেন, তা দেখে অবাক সব মহল। প্রসঙ্গত জানা যাচ্ছে, প্রণব মুখোপাধ্যায় ডায়েরি লেখার অভ্যাস বহুদিনের।

কিন্তু 78 সালের বন্যায় তাঁর লেখা বেশকিছু ডায়েরি নষ্ট হয়ে যায়। তাই নিজের আত্মজীবনীর প্রথম খন্ড লিখতে কিছুটা সময় লাগে প্রণব মুখার্জির। 2008 সালে প্রণব মুখার্জির আত্মজীবনীর প্রথম খন্ড শুরু করেন এবং 2012 সালে নাগাদ সেটি শেষ করেন। প্রথমে সেটি বাংলায় লেখেন, পরে তিনি ইংরেজিতে অনুবাদ করেন। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি দ্বিতীয় খন্ডের কাজ শেষ করেন। তৃতীয় খন্ডটি প্রকাশ হওয়ার মুখেই শুরু হয়েছে বিড়ম্বনা। সূত্রের খবর, প্রণববাবু বেঁচে থাকতেই একটি সর্বভারতীয় প্রকাশনা সংস্থাকে তাঁর আত্মজীবনী প্রকাশের জন্য দুই পর্বের পাণ্ডুলিপি দিয়ে গিয়েছিলেন।

সেই দুটি পর্বের একটি ‘দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স’ নামে প্রকাশিত এবং অন্যটি ‘দ্য কোয়ালিশন ইয়ার্স’ নাম নিয়ে প্রকাশিত হয়েছে। আর এবার তৃতীয় খন্ড ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’ প্রকাশের কথা। আর এই নিয়েই শুরু হয়েছে সমস্যা। প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, বইটি প্রকাশের আগে তিনি দেখবেন আগে তারপর সেটি যেন প্রকাশ করা হয়। অন্যদিকে প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি জানিয়েছেন, কখনোই তা সম্ভব নয়। বরং অভিজিৎ মুখার্জির দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেছেন, সস্তায় প্রচার পাওয়ার জন্যই অভিজিৎ মুখার্জি এ ধরনের দাবি করেছেন।

অন্যদিকে প্রণব মুখার্জির ছেলে-মেয়ের এই ঝগড়ায় তাঁর পরিবারও বিব্রত বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে বই প্রকাশ নিয়ে প্রথমে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করেন। বই প্রকাশ বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি টুইটের মাধ্যমে। পাশাপাশি তিনি অভিযোগ জানিয়েছেন, তাঁর লিখিত অনুমতি ছাড়াই মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বইয়ের কিছু নির্বাচিত অংশ ছাপা হচ্ছে। অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ছেলে হিসেবে বইটি প্রকাশের আগে ফাইনাল কপি তিনি পড়তে চান। এ ব্যাপারে বিস্তারিত চিঠি তিনি প্রকাশককে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। অভিজিৎ মুখার্জির টুইটের পর বিকেল চারটে নাগাদ পাল্টা টুইট করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখার্জি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি পাল্টা অভিজিৎ মুখার্জিকে বড়োসড়ো খোঁচা দিয়েছেন। অভিজিৎ মুখার্জি বইটির নাম বলেছেন ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোয়ার্স’। আর সে ব্যাপারেই শর্মিষ্ঠা মুখার্জি জানিয়েছেন, বইটির নাম আসলে ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’। শর্মিষ্ঠা মুখার্জি এদিন টুইটে অভিজিৎ মুখোপাধ্যায়কে উল্লেখ করে বলেন বাবার লেখা শেষ বই প্রকাশে যেন তিনি কোনো রকম বাধা সৃষ্টি না করেন। শর্মিষ্ঠা জানিয়েছেন, চূড়ান্ত খসড়ায় প্রণব মুখার্জির লেখা বিভিন্ন নোট এবং কমেন্টস রয়েছে। সেগুলি মেনেই বই প্রকাশ হচ্ছে। বই প্রকাশ বন্ধ করলে তাঁর বাবার প্রতি অবিচার করা হবে সে কথা উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, মুখোপাধ্যায় পরিবারের দাদা ও বোনের মধ্যে বনিবনা যে নেই তা আজকে থেকে না, বহুদিন আগে থেকেই নেই।

প্রণববাবু নিজেও এই নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন। অভিজিৎ মুখার্জী এবং শর্মিষ্ঠা মুখার্জী দুজনেই কংগ্রেস রাজনীতিতে রয়েছেন দীর্ঘদিন। কিন্তু নিজেদের মধ্যে কোন মিল নেই। এমনকি গ্রেটার কৈলাসের বহুতল বাড়িতেও একসঙ্গে থাকা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ আছে। শর্মিষ্ঠা মুখার্জির কাছের লোকজন দাবি করেছেন, জীবদ্দশায় প্রণব মুখার্জি তাঁর সমস্ত ডায়েরি শর্মিষ্ঠাকে দিয়ে যাওয়ার কথা বলেছেন। বই প্রকাশ করার হলে শর্মিষ্ঠা নিজে দায়িত্ব নিয়ে করবে সেই নির্দেশ দেন প্রণববাবু নিজেই। অভিজিৎকে দায়িত্ব দেওয়া হয়নি বলেই এই বিবাদ শুরু হয়েছে। প্রসঙ্গত দিন কয়েক ধরেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশ ঘিরে বিতর্ক দানা বাঁধছিল।

আর এই বিতর্কের কারণেই এই বইটি ছাপা বন্ধ করতে চেয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি দাবি করেছেন, বইটিতে যা লেখা রয়েছে তা প্রণব মুখার্জির নিজস্ব মতামত। তাই এই বইটি প্রকাশ না করতে দিলে তাঁর বাবার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হবে। আপাতত মুখার্জি পরিবারের ছেলে মেয়ের এই টুইট যুদ্ধ প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইটির ক্ষেত্রে কৌতুহল যে বহুলাংশে বৃদ্ধি করবে সে ব্যাপারে নিশ্চিত সবাই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!