এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > প্রায় লক্ষ টাকা বাস ভাড়া বাকি! বঙ্গ বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ?

প্রায় লক্ষ টাকা বাস ভাড়া বাকি! বঙ্গ বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক কর্তা-ব্যক্তিরা যখন সভা করেন, তখন বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরাই এসে সভা ভরায়। স্থানীয় নেতা-নেত্রীরা জনসভায় ভীড় বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি লোক নিয়ে আসেন। সেরকমই গেরুয়া শিবিরের একটি সভায় প্রায় 85 টি বাস ভর্তি করে লোক এসে সভায় ভিড় জমিয়েছিল দুর্গাপুরে। কিন্তু এবার ঐ বাস মালিকরাই কাটোয়ার বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাস মালিক সংগঠনের অভিযোগ, বিজেপি নেতা এখনও পর্যন্ত বাস ভাড়ার 84 হাজার টাকা তাদের মেটায়নি।

আর তাই নিয়ে এবার বাস মালিকরা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। প্রায় এক বছর কেটে গেলেও ওই টাকা মেটানো হয়নি বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত প্রভাবশালী বিজেপি নেতা অনিল দত্ত জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এটি সম্পূর্ণরূপে ইচ্ছাকৃত চক্রান্ত হয়েছে। এ প্রসঙ্গে অনিল দত্ত জানিয়েছেন, সভায় যাবার জন্য তাঁরা চেয়েছিলেন 89 টি বাস। কিন্তু পেয়েছেন 85 টি। তার মধ্যে আবার কয়েকটি তাঁরা ব্যবহার করেননি। উক্ত বিজেপি নেতার কথা হল – পাঁচটি বাস ব্যবহার করেননি যখন, তখন তাঁর টাকা টাকা দেবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বাস মালিক সংগঠনের সূত্রে জানা গিয়েছে 2019 সালের দোসরা ফেব্রুয়ারি দুর্গাপুরে নেহেরু ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার জন্য ওই বিজেপি নেতা কাটোয়া বাস মালিক সংগঠনের এসে 89 টি বাস ভাড়া করেন 9 লক্ষ 34 হাজার টাকার। তার মধ্যে 2019 এর 31 শে জানুয়ারি 4 লক্ষ টাকা দেওয়া হয় অগ্রিম। এ প্রসঙ্গে বাস মালিক সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র সেন জানান, এরপর দীর্ঘদিন কোন টাকা না দেওয়ার পরে বাস মালিকদের পক্ষ থেকে দুইজন ওই বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যান 12 ই ফেব্রুয়ারি।

তখন ওই বিজেপি নেতা আরও চার লক্ষ টাকা দেন। কিন্তু বকেয়া 84 হাজার টাকা তিনি আর দিচ্ছেন না। এ প্রসঙ্গে জানা যাচ্ছে, বাস মালিকরা পুরোপুরি সংগঠনের উপর দায় চাপাচ্ছেন। অন্যদিকে এই ঘটনায় কাটোয়া এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। পুলিশের কাছে বাস মালিকরা যাওয়ায় ঘটনার মোড় অন্যদিকে ঘুরে গেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দলীয় স্তরে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে এলাকার গেরুয়া শিবির থেকে। তবে এক্ষেত্রে বাস মালিকদের পাল্লা ভারী বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!