এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রিয়বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রিয়বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

গতকাল রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য, পুলিশের ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং অন্যতম অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। সেই বৈঠকের শেষে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় –

১. রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক
২. ফলে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তোলা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে বলে মনে করছে না কমিশন
৩. রাজ্যের হাতে প্রয়োজনীয় বাহিনী না থাকায় প্রতি বুথে সশস্ত্র বাহিনী দেওয়া যাবে না
৪. তবে রাজ্যের তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে
৫. পঞ্চায়েত ভোট শান্তিতে শেষ করতে হলে, পুলিশকে নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা নিতে হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!