এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রবল বৃষ্টিতে সংকটে উত্তরবঙ্গ, খেয়াল নেই মমতার! “অনাথ” বলে কটাক্ষ হেভিওয়েটের!

প্রবল বৃষ্টিতে সংকটে উত্তরবঙ্গ, খেয়াল নেই মমতার! “অনাথ” বলে কটাক্ষ হেভিওয়েটের!


প্রিয় বন্ধ মিডিয়া রিপোর্ট-প্রবল বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ির অনেক জায়গাতেই জল জমতে শুরু করেছে। এমনকি পাহাড়ের অবস্থা অত্যন্ত বিপদসংকুল। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যে উত্তরবঙ্গ তাদের নয়নের মনি বলে দাবি করা হয়, সেই উত্তরবঙ্গের এই দুর্দিনে সামান্য ব্যবস্থাটুকু গ্রহণ করা হচ্ছে না। তাই এই পরিস্থিতিতে দার্জিলিংয়ের সাংসদ হিসেবে নিজেকে অনাথ বলে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজু বিস্ত।

প্রসঙ্গত, এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সোচ্চার হন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। যেখানে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিজেকে অনাথ বলে মনে করছি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে উত্তরবঙ্গকে সরকার আলাদা চোখে দেখে না বলে বড় বড় দাবি করে ঠিকই। কিন্তু উত্তরবঙ্গের এই সংকট জনক পরিস্থিতিতে তাদের যে কোনো নজর নেই, তা স্পষ্ট করে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও রীতিমত অস্বস্তি মুখে ফেলে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!