এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রবল অশান্তির পরেই আজ ঠাকুরনগরে শুভেন্দু, কর্মসূচি ঘিরে সরগরম রাজ্য!

প্রবল অশান্তির পরেই আজ ঠাকুরনগরে শুভেন্দু, কর্মসূচি ঘিরে সরগরম রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি নবজোয়ার কর্মসূচি উপলক্ষে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি সেই ঠাকুরবাড়িতে যাওয়ার আগেই মূল মন্দিরে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি দুপক্ষের মধ্যে সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরবাড়ি। ইতিমধ্যেই গোটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর এই পরিস্থিতিতে আজ সেই ঠাকুরনগরে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আজ নন্দীগ্রামে বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা করার কর্মসূচির পর ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে ঠাকুরবাড়িতেও তিনি যেতে পারেন বলে খবর। মূলত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে সফর নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন, তাকে এনকাউন্টার করার হুমকি দিয়েছে পুলিশ। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনার নিন্দা করে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি দাবি করেছিলেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন কি করে! আর এই পরিস্থিতিতে আজ সেই ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!