এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই বিজেপিকে পর্যুদস্ত করতে বিশেষ পরিকল্পনা কেজরিওয়ালের

প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই বিজেপিকে পর্যুদস্ত করতে বিশেষ পরিকল্পনা কেজরিওয়ালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। যার মধ্যে অন্যতম হলো গুজরাট। এবার প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটেই বিজেপিকে পর্যুদস্ত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আগামী বিধানসভা নির্বাচনে গুজরাটে প্রতিটি আসনে আম আদমি পার্টির প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি দাবি করেছেন, গুজরাটে এবার পরিবর্তন আনতে চলেছে আম আদমি পার্টি।

গুজরাটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ও কংগ্রেসকে একযোগে কঠোর ভাষায় সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এটা সকলেই জানেন যে, গুজরাটে কংগ্রেস বিজেপির পকেটে রয়েছে। স্বাধীনতার পর ৭৫ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু গুজরাটের স্কুল, কলেজ, হাসপাতালের অবস্থা অত্যন্ত খারাপ। রাজ্যের ব্যবসায়ী সম্প্রদায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি জানান, গত বছর চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল গুজরাটে। কিন্তু পরবর্তীতে এই কর্মসূচি বাতিল করতে বাধ্য করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন যে, করোনা সংক্রমনের সময় গুজরাটের সঙ্গে অনাথের মতো আচরণ করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, গত এক বছর ধরে করোনা সংক্রমণ কালে এই রাজ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই রাজ্যকে যেন দেখারই কেউ নেই। তিনি প্রশ্ন করেছেন, কেন গুজরাটের তরুণরা কর্মহীন হয়ে পড়েছেন? ছাত্র-ছাত্রীরা কেন স্কুল, কলেজে ভর্তি হতে সমস্যায় পড়ছে? গুজরাটের ব্যবসায়ীরা কেন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন? কৃষকেরা কেন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন?

অরবিন্দ কেজরিওয়াল আরও জানিয়েছেন যে, গুজরাটের মানুষ স্বাধীনতার লড়াইয়ে যথেষ্ট অবদান রেখেছিলেন। দেশের সবথেকে বড় নেতা এই রাজ্য থেকেই উঠে এসেছিলেন। তবে, শুধু নেতাই নন, এই রাজ্যের সাধারণ মানুষেরাও স্বাধীনতার জন্য বিরাট ত্যাগ স্বীকার করেছিলেন। স্বাধীনতার পর যখন দেশ বিভক্ত হয়ে পড়েছিল তখন সর্দার বল্লভ ভাই প্যাটেল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু এরপর ৭০ বছর কেটে গেছে। কংগ্রেস ও বিজেপি গুজরাট রাজ্যের জন্য কিছুই করেনি বলে, অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে একযোগে আক্রমণ চালানোর পর অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী ২০২২ সালে গুজরাটের বিধানসভা নির্বাচনে রাজ্যের সমস্ত আসনে প্রার্থী দেবে তাঁর দল। তিনি দাবি করেছেন যে, আম আদমি পার্টির হাত ধরেই গুজরাটে পরিবর্তন আসবে। এভাবে প্রধানমন্ত্রীর রাজ্যেই বিজেপিকে বড়োসড়ো বিপাকে ফেলার পরিকল্পনা নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে, তাঁর এই প্রচেষ্টা কতটা সাফল্যমন্ডিত হবে? তার উত্তর একমাত্র দিতে পারে সময় ও গুজরাটবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!