এখন পড়ছেন
হোম > জাতীয় > মানুষের পাশে থাকতে এবার বড়ো পদক্ষেপ গেরুয়া শিবিরের, বিরোধীদের সমালোচনার জবাব

মানুষের পাশে থাকতে এবার বড়ো পদক্ষেপ গেরুয়া শিবিরের, বিরোধীদের সমালোচনার জবাব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আসার সাথে সাথে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয় দেশের বিরোধী শক্তিগুলি। দেখা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি সামলানোর জন্য সামান্যতম উপকরণ ছিলনা। জায়গায় জায়গায় হাসপাতালের বেডের অভাব দেখা দিয়েছিল, অক্সিজেনের অভাব সামনে এসেছে, এমনকি ইনজেকশন এবং ওষুধের অভাবও চোখে পড়েছে।

এই পরিস্থিতিতে বিজেপি সরকারের সমালোচনা যখন সর্বত্র, তখনই এবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে মানুষের বিরোধীদের মুখ বন্ধ করার জন্য নেওয়া হচ্ছে বড়োসড়ো পদক্ষেপ। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে সেবামূলক দুটি কর্মসূচির সূচনা করেছিলেন কেন্দ্রীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা।

যার প্রথম ভাগ সম্পন্ন হলে এবার দ্বিতীয় ভাগ শুরু হতে চলেছে। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সেবা হি সংগঠন’। সূত্রের খবর, কেন্দ্রীয় বিজেপি সভাপতির পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, দলীয় কর্মীরা যেন প্রত্যেকে বিভিন্ন রাজ্যের টিকাকরণ কর্মসূচি কিংবা ত্রাণ অথবা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সর্বতোভাবে সাহায্য করেন।

একই সাথে 45 বছর বা তার বেশি যাদের বয়স, তাঁরা যাতে দুটি প্রতিষেধক পান, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গেরুয়া শিবিরের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন রক্তদান শিবিরের আয়োজন করার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা হচ্ছে, এভাবে মানুষের পাশে থাকলে তবেই মানুষ তাঁদের জন্য সাড়া দেবে। পাশাপাশি বলা হয়েছে, বিজেপির তরফ থেকে যেন টেলিমেডিসিন কনসালটেন্সি এবং মেডিকেল হেল্প সেন্টার তৈরি করা হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতিতে বিজেপির কর্মীদের সাধারণের সাহায্যে দলীয় অফিসে করোনা চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ডাক্তারি সরঞ্জাম রাখার কথা বলা হয়েছে।

তার মধ্যে থার্মাল স্ক্যানার, অক্সিমিটার এবং টেস্ট কিট ও অক্সিজেন কনসেনট্রেটর এর কথা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে গেরুয়া শিবিরের নীচুতলার নেতাকর্মীরা বিভিন্ন সময়ে অভিযোগ জানাচ্ছেন, দলের কাউকে সাধারণের পাশেই পাওয়া যাচ্ছেনা বলে।

যদিও এ ব্যাপারে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি জানিয়েছে, রাজনৈতিক কারণেই হিংসার কারণেই বিজেপি নেতা কর্মীরা এলাকা ছাড়া হয়ে গিয়েছেন। অন্যদিকে আবার আগামী দিনে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন।

এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে করোনা পরিস্থিতিকে বেছে নেওয়া হয়েছে মানুষের পাশে থাকার জন্য। আর এভাবেই হৃত সম্মান পুনরুদ্ধারের পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির বলেই মনে করছে মনে করছেন জাতীয় বিশেষজ্ঞদের একাংশ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!