এখন পড়ছেন
হোম > জাতীয় > “পুজোর অনুমতির জন্য এখন আদালতে যেতে হয়।” – বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

“পুজোর অনুমতির জন্য এখন আদালতে যেতে হয়।” – বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে আজ ঝাড়গ্রামের সভায় সশরীরে যোগদান করতে পারেন নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভার্চুয়াল ভাবে তিনি বক্তব্য রাখলেন। ঝাড়গ্রামের জনসভায় উপস্থিত না হতে পারার জন্য, একাধিকবার ক্ষমা প্রার্থনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, নির্বাচনের প্রচার পর্ব শেষ হবার আগেই ঝাড়গ্রামে আবার তিনি আসবেন। প্রসঙ্গত, ঝাড়গ্রামে প্রথম ও দ্বিতীয় দফায় রয়েছে নির্বাচন।

আজ ভার্চুয়াল ভাবে ঝাড়গ্রামের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী পড়ুয়াদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে। ৭০ শতাংশের বেশি নম্বর পেলেই আদিবাসী পড়ুয়াদের পড়াশোনার খরচের অর্ধেক রাজ্য সরকার বহন করবে। আদিবাসীদের জন্য মডেল আবাসিক স্কুল নির্মাণ, বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে এসটি শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করে দেয়া হবে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ করে আদিবাসীদের আত্মনির্ভর হতে সাহায্য করা হবে। সংশোধন করা হবে বন অধিকার আইনের। এরপরই তিনি একাধিক অভিযোগ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি। তিনি অভিযোগ করেছেন ১০ বছরে তৃণমূল পশ্চিমবঙ্গকে পাতালে পৌঁছে দিয়েছে। এখন আদিবাসীদের উৎসব পালন করতে গেল আদালতে যেতে হচ্ছে। পুজোর অনুমতির জন্য এখন আদালতে যেতে হচ্ছে|

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে বঞ্চিত রাজ্যের মানুষ। আজ ঝাড়গ্রামে হেলিকপ্টার বিভ্রাটের কারণে তিনি সশরীরে আসতে পারেন নি বলে বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হলেও, তৃণমূলের দাবি, সভায় লোক না হবার কারণে ঝাড়গ্রামে আসেন নি স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!