এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোর মাসেও বেতন মিলছে না এই কর্মীদের, চরম আর্থিক সংকটে কাটছে দিন

পুজোর মাসেও বেতন মিলছে না এই কর্মীদের, চরম আর্থিক সংকটে কাটছে দিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনার ভ্রূকুটির মধ্যেও বাঙালি মেতেছে পুজোর বাজারে। কিন্তু এই পুজোর মাসে বেতন পাচ্ছেন না বিএসএনএল সংস্থার চুক্তিভিত্তিক কর্মীরা। দীর্ঘ ১৭ মাস ধরে বেতন বকেয়া আছে তাদের। সংস্থার চুক্তিভিত্তিক কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি টেলিফোন ভবন ও সিটি দপ্তরের অফিসের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। দেওয়া হলো স্মারকলিপি। গতকালের এই বিক্ষোভে অংশগ্রহণ করলেন সংস্থার বহু চুক্তিভিত্তিক শ্রমিক ও সংস্থার কর্মীরা।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে দুর্বল গ্রাহক পরিষেবার। উপযুক্ত গ্রাহক পরিষেবা না মেলায় ক্ষুব্ধ হয়ে বহু মানুষ বিএসএনএল সংস্থার ল্যান্ডলাইন ও মোবাইল সংযোগ ছেড়ে দিয়েছেন। মূলত, বেসরকারি টেলিকম সংস্থা গুলির দিকে লক্ষ রেখে আউটসোর্সিং বাড়াতে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা চুক্তিভিত্তিক কর্মীদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কর্মীর অভাব শুরু হয়েছে সংস্থায়। যে কারণে দিনদিন নেমে যাচ্ছে সংস্থার পরিষেবা, ক্রমাগত উপভোক্তা হারাচ্ছে এই সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চুক্তিভিত্তিক কর্মীরা অভিযোগ করেছেন যে, কর্মী সংকোচন, আউটসোর্সিং বাড়াতে গিয়ে সংস্থার পরিষেবা যে অনেকটা তলানিতে নেমে গিয়েছে। তা কিছুতেই বুঝতে চাইছেন না সংস্থার কতৃপক্ষ। এদিকে গত ১৭ মাস ধরে বেতন না মেলায় চরম সংকটে পড়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা। কোন কোন কর্মী এরফলে আত্মহত্যা করেছেন। কর্মীরা অভিযোগ জানিয়েছেন যে, তাঁদের কাজের সময় দৈনিক ৩ ঘণ্টা করে কমিয়ে দেওয়া হয়েছে, মজুরি কমানোর জন্য। আবার মাসে কাজের জন্য মাত্র ১৩ দিন ধার্য করা হয়েছে। এর সঙ্গে সঙ্গেই এই কর্মীদের অবসরের বয়স কমিয়ে ৬০ থেকে কমিয়ে করা হয়েছে ৫৫। আবার সামাজিক সুরক্ষা পরিধিও হ্রাস করা হয়েছে। ইত্যাদি একাধিক অভিযোগ জানালেন চুক্তিভিত্তিক কর্মীরা গতকাল সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গতকাল বুধবার টেলিফোন ভবনে চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষ থেকে চিফ জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি দেয়া হলো। যে স্মারকলিপিতে পুজোর আগে তাদের বকেয়া বেতন প্রদান, কাজের সময় স্বাভাবিক রাখা, আউটসোর্সিং এর নাম করে তাদের ছাঁটাই না করা ইত্যাদি একাধিক দাবি জানালেন বিএসএনএল সংস্থার চুক্তিভিত্তিক কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!