এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – দুবছরের পুরোনো মামলায় সাংবাদিক অর্নব গোস্বামীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ

BREAKING NEWS – দুবছরের পুরোনো মামলায় সাংবাদিক অর্নব গোস্বামীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন ধরেই আইনি জটিলতায় পড়তে দেখা দিয়েছিল সাংবাদিক অর্ণব গোস্বামীকে। তবে এবার ঋণ শোধ না করা থেকে শুরু করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হতে হলো সাংবাদিক অর্ণব গোস্বামীকে। সম্প্রতি জানা গেছে ঋণখেলাপি এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় তাঁকে একপ্রকার জোর করেই মহারাষ্ট্রের সিআইডি গ্রেফতার করেছে।

তবে এই ঘটনা প্রথম নয়, বেশ কিছুদিন ধরেই আইনি জটিলতার মধ্যে পড়তে দেখা যাচ্ছিল এই সাংবাদিককে। যেখানে একদিকে চ্যানেলের টিআরপি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই তাঁর এবং তাঁর চ্যানেলের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে। সেখানে পালঘর সাধু হত্যা এবং বান্দ্রার পরিযায়ী শ্রমিক বিক্ষোভ মামলায় তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল।

জানা গেছে, রিপাবলিক টিভির এই সম্পাদককে নতুন করে নোটিস পাঠিয়েছিল মুম্বই পুলিশ। আর যে ঘটনা শেষ হওয়ার আগেই আত্মহত্যার প্ররোচনা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, অর্ণব গোস্বামী এতদিন চ্যানেলের এডিটর ইন চার্জ ছিলেন বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘটনাটি হল, বছর দুয়েকের আগে রিপাবলিক টিভির এই সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছিল। বস্তুত, ২০১৮ সালে মুম্বইয়ের এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন বলে জানা যায়। এরপর পুলিশ সূত্রে জানা যায়, তাঁদের সুইসাইড নোটে নাকি অর্ণব গোস্বামী ৫ কোটি ৪০ লক্ষ টাকা শোধ না করায় আর্থিক অনটনে পড়তে হয়েছে, এবং সেকারণেই তাঁরা আত্মহত্যা করছেন বলে দাবি করা হয়েছিল।

আর তারপরই ওই ইন্টেরিয়র ডিজাইনারের ছেলে অর্ণবের বিরুদ্ধে ঋণখেলাপি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে। তবে গতবছর প্রাথমিক তদন্তের পর পুলিশ মামলাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেও, সম্প্রতি নতুন সরকার আসার পর তা আবার চালু করা হয় বলেই জানা গেছে। আর সেই মামলাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

এই ঘটনার প্রেক্ষিতেই গতকাল সকালে কোনও আগাম নোটিস ছাড়াই অর্ণবের বাড়িতে হানা দেয় মুম্বই পুলিশের একটি দল। যেখানে সিআইডি এবং মুম্বই পুলিশের ১০-১২ জন আধিকারিক অর্ণবের বাড়িতে গিয়েছিল বলে জানা যায়। তবে বাকি অন্তত ৪০-৪৫ জন পুলিশ আধিকারিককে তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

এরপর কিছুক্ষণ পর অর্ণব বাবুকে কার্যত একপ্রকার টানতে টানতেই থানায় নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এই ঘটনায় রিপাবলিক টিভির তরফে বলা হয়, অর্ণবকে একপ্রকার জোর করেই টেনে-হিঁচড়ে নিয়ে থানায় যাওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁর শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং ছেলেকেও পুলিশ হেনস্তা করেছে বলেও দাবি করেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!