এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > পুরুলিয়া-জুড়ে বিজেপিতে ভাঙন ধরানো তো হল, কিন্তু লাখ টাকার প্রশ্ন ‘অধীশ্বর’ হবেন কে?

পুরুলিয়া-জুড়ে বিজেপিতে ভাঙন ধরানো তো হল, কিন্তু লাখ টাকার প্রশ্ন ‘অধীশ্বর’ হবেন কে?

মাত্র আটচল্লিশ ঘণ্টা বাকি বোর্ড গঠন হতে কিন্তু এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল| সুতরাং কে হবে জেলা সভাপতি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা| অন্যদিকে জেলাশাসক অলকেশপ্রসাদ রায় জানিয়েছেন, বুধবার পুরুলিয়া জেলা পরিষদের বোর্ড গঠন হবে। কিন্তু এখনো জানা নেই সভাপতির নাম| নিচু তলার মানুষ থেকে দলের সদস্য সবার মধ্যেই চলছে উত্তেজনা| কেউ বলছে তেলমাখা বাঁশ আর বাঁদরের অঙ্কে উত্তর মেলাতে পারছেন না মনে হয়। আবার কারোর মনে হয় জেলা পরিষদে টিকিট পাওয়া নিয়ে যেমন দড়ি টানাটানি হয়েছিল, বোর্ড গঠনের আগে সেই উত্তেজনাটাই আবার ফিরে এল।

গত বার বোর্ড গঠনের অনেক আগেই দলনেত্রী সৃষ্টিধর মাহাতোর নাম ঘোষণা করে দিয়েছিলেন পুরুলিয়ার জেলা সভাপতি হিসাবে| কিন্তু এই বছর কে হবে নতুন সভাপতি তা নিয়ে জল্পনা তুঙ্গে| তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে নির্বাচিত বহু সদস্যরাই দলের জেলাস্তরে খোঁজ নিতে শুরু করে দিয়েছে| এমনকি কলকাতায় নেতাদের কাছেও খোঁজ নিচ্ছেন অনেকে| বাদ দেয়নি দলের জেলা সভাপতির ঘনিষ্ঠ| তবে আগে সরাসরি জিজ্ঞাসা করত কিন্তু এখন পাল্টেছে প্রশ্নের ধরন| ফোনে এ কথা সে কথার মাঝে জানতে চাইছেন, ‘‘বুধবারের কোনও খবর আছে নাকি?’’

তবে একাধিকবার নানান খবর উঠে এসেছে অন্দর থেকে| প্রথমদিকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে দলের তরুণ এক নেতাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে, বলে শোনা গিয়েছিল| ভোটের ফল বেরনো ইস্তক দলের বিভিন্ন শিবির থেকে সভাধিপতি পদের দাবিদার হিসেবে একাধিক নাম ঘোরাফেরা করছিল। এবারে সভাধিপতির পদটি সংরক্ষিত নয়। কিন্তু বলরামপুরে দলের জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর থেকেই শোনা যাচ্ছে অন্য কথা| এবারেও পুরনো কাউকেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে আবারও সদস্যের মধ্যে জল্পনা শুরু হয়েছে|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু এখানেও রয়ে গিয়েছে সেই নবীন প্রবীনের দ্বন্দ্ব| সূত্রের খবর অনুযায়ী, ক্ষমতাসীন গোষ্ঠীর একাংশ সভাধিপতি হিসাবে নবাগত এক সদস্যর নাম দাবি করেছিল এবং তাঁরা জানিয়েছিলেন ওই সদস্য প্রশাসন পরিচালনায় অভিজ্ঞ। অন্যদিকে নির্বাচিত সদস্যদের আর একংশের দাবি ওই পদে দলের ‘সিনিয়র’ কেউ আসুক। কিন্তু শেষ পর্যন্ত ওই পদের দাবিদার কে তা এখন অবধি অজানা| দলের জেলা পরিষদের এক সদস্যের কথায়, ‘‘যিনিই দায়িত্ব নিন, খবরটা আগে জানতে পারলে ভাল হত।’’ তবে তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, বেশ কয়েকটি নাম বিবেচনায় রয়েছে এই পদের জন্য| এই দায়িত্বে কে আসতে চলেছেন তা ঠিক সময় মত দলনেত্রী জানিয়ে দেবেন|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!