বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে বড় সিদ্ধান্ত রাহুল গান্ধীর জাতীয় বিশেষ খবর রাজ্য January 7, 2018 গত কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল প্রদেশ কংগ্রেস সভাপতি পদ নিয়ে। অধীর চৌধুরী তাঁর তিন বছরের মেয়াদ শেষ করছেন, ফলে প্রশ্ন উঠে গিয়েছিল তিনিই প্রদেশ সভপতি থাকবেন নাকি অন্য কেউ তাঁর স্থলাভিষিক্ত হবেন। বিশেষ করে জাতীয় ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সখ্যতা বাড়ছিল আর অধীরবাবু নিজে ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। এই পরিস্থিতিতে হাওয়ায় ভাসছিল অধীরবাবুকে সরিয়ে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত প্রদীপ ভট্টাচার্য প্রদেশ সভাপতি হতে পারেন। কিন্তু আজ দিল্লির তরফে চিঠি এসে পৌঁছেছে বিধান ভবনে, সেখানে স্পষ্ট বার্তা মেয়াদ শেষ হয়ে গেলেও রাজ্যে কংগ্রেসের শীর্ষপদে থাকছেন অধীর চৌধুরীই। সূত্রের খবর, সংগঠনে অকারণ অস্থিরতা তৈরি করতে চাইছেন না রাহুল গাঁধী। যেখানে প্রয়োজন, শুধু সেখানেই বদল হবে। ফলে সিদ্ধান্তে সিলমোহর পরে গেল যে আবারো অধীর চৌধুরীর উপরই ভরসা রাখছেন রাহুল গান্ধী। আপনার মতামত জানান -