এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মোদী বিরোধিতায় একসুরে কথা বলছেন রাহুল-অভিষেক! বিধানসভার আগে কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে জল্পনা

মোদী বিরোধিতায় একসুরে কথা বলছেন রাহুল-অভিষেক! বিধানসভার আগে কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা মহামারী আটকাতে সেই ফেব্রুয়ারি মাস থেকে দেশবাসীকে মুখোমুখি হতে হয়েছে কড়া লকডাউনের। দুঃখের বিষয়, ভারতের বুকে সংক্রমণ লকডাউন চালিয়েও করোনা মহামারী সেভাবে আটকাতে না পারা গেলেও দেশের অর্থনীতি কিন্তু রীতিমত মুখ থুবড়ে পড়েছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিছুদিন আগেই দেশের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে এবং রিপোর্টে বলা হয়েছে ব্যাপক মাত্রায় জিডিপির পতন গত তিন মাসে। মনে করা হচ্ছে চলতি আর্থিক বছরে নজিরবিহীনভাবে দেশের অর্থনীতির পারাপতন হয়েছে।

এই নিয়ে সাম্প্রতিককালে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আর সেই টানাপোড়েন আরও জোরদার হয়েছে বুধবার প্রকাশিত হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্টের ভিত্তিতে। এই রিপোর্টে জিডিপির পতনের ওপর ভিত্তি করে বলা হয়েছে চলতি আর্থিক বছরে ভারত প্রতিবেশী বাংলাদেশেরও নিচে চলে যাবে। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আবারও বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে মোদি সরকার। ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই রিপোর্টের কথা উল্লেখ করে সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন।

আর তারই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের থেকে 11 গুণ বেশী ভারতের জিডিপি। কেন্দ্রীয় তরফ থেকে দাবী করা হয়, মোদি সরকারের আমলে মাথাপিছু জিডিপি বেড়েছে অনেকটাই। এ প্রসঙ্গে ইউপিএ জমানার উদাহরণ দেওয়া হয়। সে সময় দেশের মাথাপিছু জিডিপির হার ছিল 83,091 টাকা। কিন্তু মোদির শাসনকালে অর্থাৎ 2019-20 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 1,08,620 টাকা। কেন্দ্রীয় সরকারের অনুমান, 2021 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার বেড়ে যাবে 8.8 শতাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং ভারত আবারো বিশ্বের সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। আইএমএফ সূত্রে জানা যাচ্ছে, 2021 সালে ভারতে জিডিপি প্রবৃদ্ধির হার 8.8% বৃদ্ধি পাবে যার ওপর ভিত্তি করে ভারত চীনকেও ছাড়িয়ে যাবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে চলতি বছরের বিশ্ব অর্থনীতি 4.4% হারে সংকুচিত হবে বলে ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্টে প্রকাশ পেয়েছে। একইভাবে আইএমএফ-এর রিপোর্টে বলা হয়েছে চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 10.3% সংকুচিত হবে।

যার জেরে ভারতের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্ট জানিয়েছে, ভারতের মাথাপিছু জিডিপি এবার নেমে দাঁড়াবে 1877 ডলারে। সেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি থাকবে 1888 ডলারে। এই তথ্য সামনে আসার পরেই রাহুল গান্ধীর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যাবে তাদের উন্নয়নের জন্যে নয়। বরং এটি হবে কারণ ভারত পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী মোদীর ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়িত হবে না।’

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। সেখানে তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখলের জন্য ঝাপটে চলেছে বিজেপি। এই অবস্থায় রাহুল গান্ধী ও অভিষেক ব্যানার্জি দুজনেই একসুরে বিজেপি বিরোধিতা করছেন। তাহলে কি বিজেপিকে আটকাতে কোথাও গিয়ে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট সম্ভাবনা তৈরী হল? কেননা অতীতেও কিন্তু এই দুই দলকে এক ছাতার তলায় দেখা গেছে। সবমিলিয়ে কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে নতুন করে জল্পনা শুরু হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!