এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলে আরপিএফ নিয়োগে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রীর – খুব শীঘ্রই প্রচুর কর্মী নিয়োগ ভারতীয় রেলে

রেলে আরপিএফ নিয়োগে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রীর – খুব শীঘ্রই প্রচুর কর্মী নিয়োগ ভারতীয় রেলে

রেলে আরপিএফ নিয়োগের ক্ষেত্রে চমক দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে দেখা গেল রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে। অবিলম্বে আরপিএফ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় রেলদপ্তর। প্রায় ১০ হাজার জওয়ান নিয়োগের ব্যাবস্থা করা হচ্ছে। কিন্তু অবাক করার মতো খবর হল,এদের মধ্যে ৫০% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন মুঘলসরাই স্টেশানের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় স্টেশান করার পর নতুন নামকরণের অনুষ্ঠান ছিল। সেখানেই দেখা যায় মহিলা কর্মীদের একটি পন্যবাহী ট্রেনের পতাকা উত্তোলন করতে।  তারপরই মহিলা কর্মীদের ৫০% কে সংরক্ষণের আওতায় আনার সিদ্ধান্তটি নেওয়া হয় রেলমন্ত্রক থেকে।

আরপিএফ-এর পাশাপাশি রেলের কর্মী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একসঙ্গে প্রায় ১৩ হাজার কর্মী নিয়োগের প্রবল সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে রেলদপ্তর থেকে। লিখিত পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। সেখানে পাশ করলেই ইন্টারভিউতে ডাক পাবে সফল পরীক্ষার্থীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

একথা অজানা নয় কারো,ভারতের সবথেকে বেশি কর্মসংস্থান হয় রেলদপ্তর থেকে। হিসাব করে দেখা গিয়েছে,প্রায় ১০ লক্ষেরও বেশী কর্মচারী রয়েছে রেলে। তবুও প্রায় দিনই টিকিটের মূল্যবৃদ্ধি,রেলের পরিষেবা সংক্রান্ত কারণে ভুরিভুরি অভিযোগ রয়েছে যাত্রীদের। এরসঙ্গে পাল্লা দিয়ে রয়েছে রেলে আসন সংরক্ষণ সংক্রান্ত দূর্নীতি,সময়সূচী না মেনে রেলের চলাচল,রেলের খাবার সংক্রান্ত নানারকম ইস্যু। এর জেরে ভারতীয় রেল নিয়ে দিন দিন বীতশ্রদ্ধ হয়ে পড়ছে আমজনতা। তাই কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ বাড়িয়ে ভারতীয় রেল নিজেদের হৃতগৌরব ফিরে পেতেই এই নতুন সিদ্ধান্তটি নিল,এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!