এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীবকে ধরে রাখতে মরিয়া তৃণমূল, বাড়তে চলেছে গুরুত্ব

রাজীবকে ধরে রাখতে মরিয়া তৃণমূল, বাড়তে চলেছে গুরুত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন তৃণমূলের অস্বস্তি অব্যাহত, ঠিক তখনই রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য বেকায়দায় ফেলে দিয়েছিল শাসক শিবিরকে। তবে শুভেন্দু অধিকারীর ক্ষোভ যখন বাড়তে শুরু করেছিল, তখন তাকে নিয়ে বৈঠক করেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক সফলতা পায়নি। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ যখন বাড়তে শুরু করেছে, তখন প্রথম থেকেই তাকে দমানোর জন্য উদ্যত হল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

যেখানে রবিবার দুপুরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে। বিশেষ সূত্র মারফত খবর, এই বৈঠক অনেকটাই ইতিবাচক হয়েছে। একাংশ বলছেন, মমতা বন্দোপাধ্যায়ের পর দলে বেশ কিছু নেতা এবং জনপ্রতিনিধির ব্যক্তিগত ভাবমূর্তি গ্রহণযোগ্য হিসাবে প্রতিষ্ঠিত রয়েছে মানুষের কাছে। যার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূল নেতারা।

ফলে শুভেন্দুবাবুকে নিয়ে যখন অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে, তখন বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দিক নিয়ে মন্তব্য কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তাই একের পর এক জনপ্রতিনিধিরা যদি এইভাবে দলের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেন, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কিভাবে বিজেপির মত দলের সঙ্গে লড়াই করবে এবং তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসবে, তা ভেবে অনেকেই চিন্তাশীল হয়ে পড়েছিলেন।

তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি যাতে শুভেন্দু অধিকারীর মত ঘোড়ালো হয়ে না ওঠে, তার জন্য তড়িঘড়ি তার সঙ্গে বৈঠক করে তার মান ভাঙানোর চেষ্টা করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় এতদিন যে সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেছিলেন, তার অনেকটাই বাস্তব ভিত্তি রয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তাই এই বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি যে সমস্ত ব্যাপারে তার ক্ষোভ রয়েছে, সেই বিষয়গুলো দেখা হবে বলে এদিনের বৈঠকে আশ্বাস দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলে খবর। একাংশের দাবি, তৃণমূল উপলব্ধি করেছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে তাদের আর বেশি মাথাব্যথা করার দরকার নেই। কেননা শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। খুব তাড়াতাড়ি তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুভেন্দুবাবু যদি দলত্যাগ করেন, তাহলে তার পথে হেঁটে যাতে অন্যান্য দলের পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা বড় কোনো সিদ্ধান্ত না নেন, এখন সেই চেষ্টাই করছে শাসক দল। যার কারণে রাজীব বন্দ্যোপাধ্যায় বেশকিছু বিস্ফোরক মন্তব্য করার পরই তার মান ভাঙানোর জন্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রশান্ত কিশোর তার সঙ্গে বৈঠক করলেন বলে দাবি বিশ্লেষকদের। কিন্তু এই বৈঠকে কি বরফ গলল? কি আলোচনা হল বৈঠকে?

এদিন এই প্রসঙ্গে বৈঠক শেষে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্ষোভ কারোর থাকতেই পারে। তা নিয়ে দলের মধ্যে কথা বলতে হবে। দলের মহাসচিব ডেকেছিলেন। তাই এসেছি। আবারো বৈঠকে আসতে পারি আমার সঙ্গে অন্য কারোর নাম জড়াবেন না।” কিন্তু তিনি বেশকিছু বিস্ফোরক মন্তব্য করার পর লক্ষ্য করা গেছে, বিভিন্ন জায়গায় তার অনুগামীরা তার ছবি দিয়ে প্রচার শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “কারা এসব করছে, জানি না। আমি এভাবে পোস্টার টাঙানোর বিষয়টি সমর্থন করছি না।” তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সমস্যার সমাধান হল কি না, সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!