এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের ঘুম ওড়াতে এবার বড়সড় নালিশ নিয়ে অমিত শাহের দরবারে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর

রাজ্য সরকারের ঘুম ওড়াতে এবার বড়সড় নালিশ নিয়ে অমিত শাহের দরবারে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক জগতের কাছে বেশ পরিচিত রাজ্য ও রাজ্যপাল এর রাজনৈতিক দ্বন্দ্ব। সাম্প্রতিককালে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরকে বিভিন্ন সময় বিরোধে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকর প্রশাসনের শাসন ব্যর্থতা, দুর্নীতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়া এবং শিক্ষাব্যবস্থা নিয়ে কড়া মনোভাব জাহির করেছেন। যদিও রাজ্য প্রশাসনের তরফ থেকেও রাজ্যপালকে কড়া জবাব দেওয়া হয়েছে প্রতিক্ষেত্রে। যাতে বিতর্ক আরও দানা বেঁধেছে।

আর এবার বাংলার রাজ্যপাল তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সমস্ত বিষয় তুলে ধরবেন বলে জানা গিয়েছে। আর একথা সোশ্যাল মিডিয়ায় স্বয়ং জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের বড় অভিযোগ, তিনি সংবিধান বিরুদ্ধ কাজ করে থাকেন প্রায়শই আর তার জবাব দিতে এদিন রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন এবং সেটি যে সংবিধান বহির্ভূত নয় সে কথাও স্পষ্ট করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে রাজ্যপাল আরো জানান, তিনি সংবিধানের 159 ধারা অনুযায়ী রাজ্যপালের কর্তব্য অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন। মূলত, তিনি যে সংবিধানকে সর্বাগ্রে রেখে রাজ্যবাসীর কল্যাণ কাজে ব্রতী হয়েছেন সে কথা স্পষ্ট করে তোলেন। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ অনেক দিন ধরেই বেড়ে চলেছে। তবে সম্প্রতি হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির প্রসঙ্গটি তুলে ধরা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেক্ষেত্রে জানা গেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব বাংলার বিধানসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের আলোচনায় এ প্রসঙ্গটি উঠে আসতে পারে। তবে সাম্প্রতিককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলার রাজ্যপালের এহেন বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্য তৃণমূল সরকারকে কোণঠাসা করার জন্য রাজ্যপাল জগদীপ ধনকর প্রায়শই এমন মন্তব্য করেন যাতে রাজ্য প্রশাসন যথেষ্ট অস্বস্তিতে পড়েন।

আর এই অস্বস্তি কাটাতে শুরু হয় তুমুল বিতর্কিত আলোচনা। অন্যদিকে 2021 এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল জগদীপ ধনকর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছেন সে দিকে নজর রাখছে সবাই। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত রাজ্য প্রশাসন কোনো মন্তব্য করেনি। আপাতত একুশের বিধানসভা লড়াইয়ের আগে রাজ্য প্রশাসন বনাম রাজ্যপালের যুদ্ধটি যে বেশ জমে উঠেছে সেকথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!