এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রচার পর্বেই যেন জয়ের আস্বাদ! ঢাকের বোলে অভিনব প্রচারে ঘাসফুল শিবির

প্রচার পর্বেই যেন জয়ের আস্বাদ! ঢাকের বোলে অভিনব প্রচারে ঘাসফুল শিবির

রবিবারের ছুটির দিনে নির্বিঘ্নে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারকার্য সারলেন দুই চির প্রতিদ্বন্দ্বী দল। এদিন সকালে ঢাকের বাদ্যি সহযোগে নির্বাচনী প্রচার করলেন শাসক দল তৃণমূল কংগ্রেস । অন্যদিকে ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচার কার্য সারলেন বাম শরিক দল সিপিএম। এদিনের দুই দলের দুই নজরকাড়া পদ্ধতিতে নির্বাচনী প্রচার কার্যের সাক্ষী রইলো হাওড়ার আন্দুল ঝোড়হাটের বাসিন্দারা। এদিন আন্দুল প্রভু জগবন্ধু কলেজের সামনে থেকে তৃণমূল নেতা অনুপ্লব ঘোষের নেতৃত্বে ঢাকের বাদ্যি সহযোগে মিছিল বের হয়। তৃণমূল কংগ্রেসের এই অভিনব প্রচার দেখে বেশ অবাক স্থানীয় বাসিন্দারা, অনেকে তো টিপ্পনি কেটে বলেই ফেললেন – এ তো প্রচারেই জয়ের বোল!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্থানীয় দলীয় কর্মী সমর্থদের নিয়ে এই মিছিল বয়েজ ক্লাব, পাছালপাড়া হয়ে আন্দুল স্টেশন রোডে গিয়ে শেষ হয়। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীরা এদিনের মিছিলে অংশগ্রহণ করেছিলেন। শাসক দল মনোনীত প্রার্থীরা এদিনের মিছিলে প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এলাকার গলিতে গলিতে এলাকার সাধারণ মানুষের সমর্থন চেয়ে প্রচার চালান। পাশাপাশি, তৃণমূলের প্রচার মিছিলকে পাল্লা দিতে হাওড়ার ডোমজুড় ব্লকের সলপ-২ পঞ্চায়েত এলাকায় এদিন সকালে প্রচার চালায় সিপিএম। তারা এলাকার স্থানীয় মানুষদের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সুবিধা-অসুবিধার কথা শোনেন । সেই সঙ্গে প্রার্থীরা নির্বাচনের শেষে উন্নয়নের প্রতিশ্রুতিও দিয়ে আসেন । আবার এদিনই বালি-জগাছা ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাম প্রার্থীরা ভোটের প্রচার করেন। সব মিলিয়ে রবিবারের ছুটির দিনে নির্বাচনী প্রচারে হাওড়ায় রীতিমতো হৈ হৈ কান্ড।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!