এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “রাস্তার ধারে লোহার ত্রিফলাই এখন যমদূত হয়ে উঠেছে”-দিলীপ ঘোষের জোড়া ফলার আক্রমনে বিদ্ধ তৃণমূল

“রাস্তার ধারে লোহার ত্রিফলাই এখন যমদূত হয়ে উঠেছে”-দিলীপ ঘোষের জোড়া ফলার আক্রমনে বিদ্ধ তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুরে উপনির্বাচনের প্রাক-লগ্নে তৃণমূলকে একের পর এক আক্রমণ শানিয়ে বিধ্বস্ত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আধুনা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, এই রাজ্যে বেশি দিন তৃনমূলের দোকান চলবে না, একারণেই ত্রিপুরাতে দোকান খোলার চেষ্টা করা হচ্ছে। আজ তিনি জানালেন যে, রাস্তার ধারে লোহার ত্রিফলাগুলিই এখন হয়ে উঠেছে যমদূত। ১০ বছর ধরে কোনো সমস্যার স্থায়ী সমাধান করে নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণকালে দিলীপ ঘোষ জানালেন যে, ১০ বছর ধরে কোনো সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে জমেছে জল। এরপর আরো বেশি করে জল জমবে। ড্রেন বন্ধ হয়ে গেছে। যত ফাঁকা জায়গায় পুকুর ছিল, তা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। সিপিএমের সময় থেকেই চলছে সিন্ডিকেট রাজ। চলছে প্রোমোটিং। এরপর খালের উপর তৈরি হয়েছে বাড়ি। তাহলে কোথা থেকে জল বেরোবে? প্রশ্ন করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বেআইনিভাবে জমি দখল করে তার পাট্টা দেয়া হচ্ছে। ফলে জমা জল বের হতে পারছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানালেন যে, এ ব্যাপারে সরকারের যেন কোনো দায়দায়িত্বই নেই। তৃণমূল নেতার এমন ভাবে কথা বলছেন, যেন মনে হচ্ছে তাঁদের কোনো দায়দায়িত্বই নেই। অমানবিকভাবে কথা বলছেন তৃণমূল নেতারা। তিনি জানালেন, রাস্তার ধারের লোহার ত্রিফলাগুলি এখন হয়ে উঠেছে যমদূত। সরকারের ব্যবস্থা নেওয়া দরকার, যাতে কোনো প্রাণহানি না হয়। এমন ব্যবস্থা করা উচিত, যাতে দুর্ঘটনা না হয়।

নিউটাউনের জল জমা প্রসঙ্গে তিনি জানালেন যে, কিছুদিন আগে পর্যন্ত সেখানে ফাকা জায়গা ছিল, এখন বাড়ির সংখ্যা বাড়ছে। পরিকল্পিত শহর করার কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে ড্রেনের ব্যবস্থাই ঠিক নেই। খাল থাকলেও জল যাওয়ার জন্য কোন ব্যবস্থা নেই। পেছনে ভেরি আছে, কিন্তু সামনে ড্রেন নেই। পরিকল্পনা না থাকার কারণেই গরমের সময় কষ্ট হয় জলের জন্য, আর বর্ষার সময় জল জমে যায়। এই সমস্যা থেকে বের হতে না পারলে, মুশকিল আছে। গত ১০ বছর ধরে কোনো স্থায়ী সমস্যার সমাধান করতে পারেনি তৃণমূল সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!