এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দিদির কাছে এবার বিশেষ আবেদন করে বসলেন অধীর, চমকিত রাজনীতি মহল

দিদির কাছে এবার বিশেষ আবেদন করে বসলেন অধীর, চমকিত রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে ৩৪ বছর ধরে সিপিএম রাজত্ব করেছে। প্রচুর অন্যায় করেছে। কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে কোনো সিবিআই তদন্ত হয়নি। কংগ্রেসের ক্ষেত্রে শুধুমাত্র পি চিদাম্বরমের গায়ে হাত দিয়েছিল সিবিআই। তবে, দলের শীর্ষ নেতৃত্বের গায়ে হাত দেয় নি সিবিআই। এই বক্তব্যের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রীর কাছে এক বিশেষ আবেদন করে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, দিদি যদি ব্যবস্থা করে দেন, তাহলে তাঁরাও গরু পাচার, কয়লা পাচার করতে পারেন।

দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটাক্ষের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, কয়লা পাচার, বালি পাচার করা হলে, টাকা নেওয়া হলে তবে তো তদন্ত হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এসব শিখিয়েছেন বলেই, তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, ইডি। তিনি জানান, চাকরি দিয়ে টাকা খাওয়া যায় কিনা? সেটা দেখতে হবে। পঞ্চায়েতের টাকা মেরে দিয়ে খাওয়া যায় কিনা? তা দেখতে হবে। মুখ্যমন্ত্রী তাঁর দলের লোকদের এই সমস্ত কিছু শিখিয়েছেন। তাই সিবিআই, ইডি তদন্ত করে যাচ্ছে। কয়লা পাচার, গরু পাচার করতে গেলে পুলিশ লাগবে। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা করে দেন, যদি পুলিশের সঙ্গে কথা বলিয়ে দেন, তবে তাঁরাও গরু পাচার, কয়লা পাচারের চেষ্টা করতে পারেন। তাহলে তাঁদের পেছনেও চলে আসবে সিবিআই, ইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষের মোক্ষম জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উপ নির্বাচনের পূর্বেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে মুখ্যমন্ত্রীর কটাক্ষ ও মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরীর পাল্টা জবাব নানা প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলতে শুরু করেছেন যে, একমাস আগেই যেখানে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে কংগ্রেস সহ একাধিক বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন, বিজেপির বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, কিন্তু এরপর যদি বারবার কংগ্রেস, সিপিএমকে কটাক্ষ, আক্রমণ করতে শুরু করেন, তবে বিরোধী জোট যে ধাক্কা খাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজেপি বিরোধী জোটের দাবি জানিয়ে বাম ও কংগ্রেস নেতৃত্বকে যদি কটাক্ষ করা হয়, তবে তার ফায়দা যে সম্পূর্ণ যাবে বিজেপির হাতে, তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকে মনে করছেন, মোদি সরকারকে হারাতে গেলে যে বিরোধী জোট গঠন অপরিহার্য ছিল, মুখ্যমন্ত্রীর বক্তব্য ও অধীর চৌধুরীর পাল্টা বক্তব্যতে সে সম্ভাবনাতে অনেকটাই জল ঢেলে দিয়েছে, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!