এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কি হলো আজ রথযাত্রা নিয়ে আদালতের শুনানিতে, জেনে নিন বিস্তারিত

কি হলো আজ রথযাত্রা নিয়ে আদালতের শুনানিতে, জেনে নিন বিস্তারিত


গেরুয়া শিবিরের রথযাত্রা নিয়ে জমজমাট রাজ্য রাজনীতি। রাজনৈতিক লড়াই এখন রাজনীতির ময়দান ছেড়ে আদালতের দোরগোড়ায়। আর আদালতের নির্দেশে আপাতত স্থগিত সেই রাথযাত্রা। কিন্তু, একইসঙ্গে আদালতের নির্দেশ – প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের বসে আলোচনা করে এর ফয়সালা করতে হবে।

আর সেই মতো লালবাজারে রথযাত্রা নিয়ে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের। বৈঠকে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের DG।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরপর নবান্নের তরফ থেকে জানানো হয় যে রাজ্যের শান্তি শৃঙ্খলা ব্যাহত হতে পারে তাই রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। এরপর ফের আদালতের দ্বারস্থ হয় বিজেপি, আজ সেই মামলার শুনানি ছিল, জানা যাচ্ছে যে, রথযাত্রা নিয়ে লালবাজার বৈঠকের ভিডিও চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট।

রথযাত্রা নিয়ে এদিন বিজেপির করা মামলায় আজ হাইকোর্টে শুনানি ছিল। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এর এজলাসে এদিন মামলার শুনানি ছিল। জানা যাচ্ছে এদিন বিজেপির মামলার আগে জনস্বার্থ মামলাটির বিষয়ে উল্লেখ করা হয়।

সেই নিয়েই বিচারপতি প্রশ্ন করেন, ‘আগামিকাল দুপুর ২টোয় শুনলে কী সমস্যা? এই মামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’ তারপরই জনস্বার্থ মামলাটি বুধবার শোনার সিদ্ধান্ত নেন বিচারপতি সেইমতো আগামীকাল দুপুর ১২টায় শুনবেন বিচারপতি।আর এই নিয়ে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেই ভিডিও আনার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

ফলে, এখনও থমকে রথযাত্রার কর্মসূচি – আদালত সেই ভিডিও দেখে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সকলে। যদিও, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে – রাজ্যে রথযাত্রা হবেই – প্রয়োজনে তার জন্য শীর্ষ আদালত পর্যন্ত যাওয়া হবে। অন্যদিকে, জানা গেছে রথযাত্রা নিয়ে পরবর্তী সব সিদ্ধান্ত গেরুয়া শিবিরের তরফে নেবেন অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!