এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লাল ডায়েরি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি রাজীব কুমারের, জেনে নিন

লাল ডায়েরি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি রাজীব কুমারের, জেনে নিন


কিছুতেই খোঁজ পাওয়া যাচ্ছে না রাজীব কুমারের। তবে তিনি প্রকাশ্যে না আসলেও অলক্ষ্যে থেকেই শনিবার আগাম জামিনের আবেদন করেছেন আলিপুর জেলা বিচারকের এজলাসে। মূলত তাঁর হয়ে তাঁর স্ত্রী সঞ্চিতা কুমারই এই আবেদন করেন বলে জানা গেছে।

সূত্রের খবর, এদিন রাজীব কুমারের আইনজীবী দেবাশীষ রায় ব্যাখ্যা করেন যে, গত ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ঠিক কীভাবে সারদা মামলা এগিয়েছে। তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, সিবিআইয়ের চার্জশিট এবং ৬ টি অতিরিক্ত চার্জশিটে কোথাও রাজীব কুমারকে অপরাধী বলে উল্লেখ করেনি।

পাশাপাশি কোলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবী আরও দাবি, দেবযানীর মোবাইল, ল্যাপটপে নাকি প্রচুর তথ্য ছিল। সেটা কেন ফেরত দেওয়া হল, তা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে কিন্তু সুদীপ্ত সেনের এখনও ৩টি ফোন পড়ে রয়েছে সেটা দেখছে না। এদিন বিচারক প্রশ্ন করেন, কটা নোটিস পাঠানো হয়েছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার উত্তরে রাজীব কুমারের আইনজীবী বলেন, “২০১৭ সালে ২টো, তারপর ৫টা কিন্তু এখন তো রোজই নোটিস দিচ্ছে।” আর এরপরই বিচারক বলেন, “এমন সময় নোটিস পাঠানো হচ্ছে, তাতে আসতে পারছেন না, এটাই মোদ্দা কথা তো!” এদিকে বিচারপতি এই কথা বলায় রাজীব কুমারের আইনজীবী বলেন, “প্রভাবশালীদের মধ্যে শুরু মদন মিত্রকেই শুধু গ্রেফতার করেছে সিবিআই। রাজীবকে কুমির ছানার মতো ব্যবহার করা হচ্ছে।”

অন্যদিকে এদিন রাজীব কুমারের তরফে স্পষ্ট করা হয়, লাল ডায়েরি সম্পর্কে শুধু মিডিয়াতেই শুনেছেন। দেবযানীর কাছ থেকে পাওয়া যায়নি। সুদীপ্ত সেনের কাছে যে ডায়েরি মিলেছে, সেটাও জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!