এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন পিছল বাংলার উপনির্বাচন, জেনে নিন

কেন পিছল বাংলার উপনির্বাচন, জেনে নিন

প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু অন্যান্য রাজ্যের বিধানসভা উপনির্বাচন এবং দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেও বাংলার কয়েকটি আসনের উপনির্বাচন পিছিয়ে দিল কমিশন। জানা গেছে,পুজোর পরই উপনির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না সরকার। আর তাই এই রাজ্যে উপনির্বাচন পিছিয়ে দেওয়া হল।

শুধু তাই নয়, একই দিনে দেশের ১৮টি রাজ্যে বিধানসভার উপনির্বাচন ও একটি রাজ্যে লোকসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলেও, বাদ রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে। বস্তুত,শনিবার মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই, উপনির্বাচনগুলিরও দিনক্ষণ ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা।

তিনি বলেন, “দুর্গাপুজোর পর পরই উপনির্বাচন অনুষ্ঠিত করা সম্ভবপর নয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই সেখানে এখনই উপনির্বাচন হচ্ছে না। একই ভাবে, উত্তরাখণ্ডেও ওই সময় পঞ্চায়েত নির্বাচন চলবে, তাই ওই রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণও পরে জানানো হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, একসঙ্গে ১৮টি রাজ্যের ৬৪টি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিধানসভার উপনির্বাচন হবে অরুণাচল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি ও তেলেঙ্গানার একটি করে কেন্দ্রে। অন্যদিকে হিমাচলপ্রদেশ, রাজস্থান ও তামিলনাডুর দু’টি কেন্দ্রে, অসম, গুজরাট ও পাঞ্জাবের চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে। এছাড়াও বিহার ও কেরলের পাঁচটি আসনে এবং সিকিমের তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপনির্বাচন অনুষ্ঠিত হবে কর্ণাটক ও উত্তরপ্রদেশে, যথাক্রমে ১৫টি ও ১১টি আসন ও বিহারের একটি লোকসভা আসনেও।
নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৩ সেপ্টেম্বর এই ব্যাপারে নোটিফিকেশন জারি হবে। আর 30 সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। যা এই জমা পড়া মনোনয়নের স্কুটিনি হবে ১ অক্টোবর। অন্যদিকে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। যার গণনা হবে ২৪ অক্টোবর। আর এই গোটা নির্বাচন প্রক্রিয়া আগামী ২৭ অক্টোবরের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!