এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলাকে পশ্চিম বাংলাদেশ গড়ার চক্রান্ত হচ্ছে, ‘তথ্য’ দিয়ে অভিযোগ বিজেপি নেতার

বাংলাকে পশ্চিম বাংলাদেশ গড়ার চক্রান্ত হচ্ছে, ‘তথ্য’ দিয়ে অভিযোগ বিজেপি নেতার


বাংলাকে পশ্চিম বাংলাদেশ গড়ার চক্রান্ত হচ্ছে, ‘তথ্য’ দিয়ে অভিযোগ বিজেপি নেতার। বিরোধীরা এই অভিযোগ আগেই তুলেছিল এবার আবার সেই অভিযোগকে নতুন রূপ দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন বর্ধমানের বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আর এদিন তিনি ওই অনুষ্ঠান থেকেই বিস্ফোরক মন্তব্ব্য করে তিনি বলেন,”পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ গড়ার চক্রান্ত করা হচ্ছে।তাই শাসকদলের মদতে ট্রাকে করে রোহিঙ্গাদের এদেশে আমদানি করা হচ্ছে।”

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানেই থেমে থাকেন নি তিনি।সাথে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানালেন'” শাসকদল তৃণমূল কংগ্রেস এরাজ্যে জাতিগত সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে। শাসকদলের বদান্যতায় এখানকার NGO গুলি রোহিঙ্গাদের থাকার জন্য ক্যাম্প তৈরি করে তাদের আশ্রয় দিচ্ছে। রোহিঙ্গারা এরাজ্যে থেকে বি্জেপির উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছে। অথচ ভারত সরকারের সুস্পষ্ট নীতি রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সহ বেশ কিছু জায়গায় শাসকদের মদতে রোহিঙ্গারা ক্যাম্প করে আছে। তাদের দিয়ে জাতিগত সংঘর্ষ করার পরিস্থিতি তৈরি করছে তৃণমূল সরকার।” শুধু তৃণমূলের নামেই নয় এদিন সায়ন্তনবাবু নাম না করে রাজ্যের দুই মন্ত্রীকেও এর সাথে যুক্ত করেন। তিনি বলেন, “এমনকী দক্ষিণ ২৪ পরগনার দু’জন মন্ত্রী রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে যাবতীয় সাহায্য করে যাচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!